আজ রাজধানীর এক অনুষ্ঠানে অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাটসম্যানদের দায়িত্ব বা ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলতে সাংবাদিকদের বারণ করেন। তিনি জানান, ব্যাটসম্যানদের ভুল না ধরে ভালোর দিকে নজর দিন। সাকিব বলেন, ‘দেখুন আপনি যদি ভুল ধরতে চান, যেকোন জিনিসেরই ভুল ধরা সম্ভব। সেই ভুলটা একটু কম দেখে যদি ভালোর দিকে তাকান, তাহলে অনেক ভালো কিছু দেখতে পাবেন। আপনার দেখার দৃষ্টিটা আসলে কেমন সেটা বুঝতে হবে।’ দলে জুনিয়র ক্রিকেটারদের ভূমিকা নিয়ে এই অলরাউন্ডার বলেন, ‘আমার কাছে মনে হয় সব ক্রিকেটার কম বেশি পারফরম্যান্স করছে এবং একটা টিম হিসেবে খেলতে পারছি। এটাই জেতার বড় কারণ।’
বাংলাদেশ দলের সহ-অধিনায়ক না রাখা প্রসঙ্গে সাকিব বলেন, ‘তাতে খুব একটা সমস্যা হয় বলে আমার মনে হয় না। এবং যখন কোন ভাইস ক্যাপ্টেন থাকে, তখন যে খুব একটা বড় রোল প্লে করতে হয় তাও না।’
সাকিবের ব্যাখ্যা, ‘যেহেতু এটা একটা ঐতিহ্য, হয়তো (সহ-অধিনায়ক) থাকলে ভালো হতো। নাই বলে যে খুব একটা সমস্যা, সেটা আমার কাছে কখনোই মনে হয় না। স্বাভাবিকভাবেই পাঁচ-ছয়জন আছে যারা লিডারশিপ গ্রুপের পার্ট, আমি মনে করি। তারা সবাই মিলেই যেকোন ক্রাইসিস মোমেন্ট বা যেকোন ডিফিকাল্ট ডিসিশন মেক করতে হয়, সবার আলোচনার মাধ্যমেই হয়।’
রোববার রাজধানীর একটি হোটেলের ডিবিএল টাইলসের শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব বুঝে নিতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
শোক ও স্মরন: সাংবাদিক প্রশান্ত ঘোষাল মারা গেছেন
অপরাধ ও দুর্নীতি: অভিনেত্রী ঊর্মিলাসহ তিনজনের সম্পদের হিসাব চায় দুদক
অপরাধ ও দুর্নীতি: স্ত্রী-সন্তানসহ আছাদুজ্জামান মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ
নগর-মহানগর: আহনাফের মৃত্যুর বিচারটা কইরেন: আদালতকে মা