স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় মেমফিস ডিপাইয়ের শুরুটা হয়েছে দুর্দান্ত। দিচ্ছেন দারুণ কিছুর আভাস। তবে,তার সেরাটা এখনও দিতে পারেননি বলছেন এই ডাচ ফরোয়ার্ড। পাশাপাশি গোল করে ও করিয়ে দলকে সাফল্যের রঙে রাঙানোর প্রতিশ্রিুও দিলেন মেমফিস।
গত গ্রীষ্মকালীন দলবদলে অলিম্পিক লিওঁ থেকে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দেন মেমফিস। কাম্প নউয়ে লিওনেল মেসি পরবর্তী যুগে তাকে ঘিরেই ভালো কিছুর আশায় আছে সমর্থকরা। লা লিগায় এখন পর্যন্ত তিন ম্যাচে দুই গোল করে সামর্থ্যের প্রমাণও দিয়েছেন ২৭ বছর বয়সী ফুটবলার।
গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে বললেন, ভালো শুরু ধরে রেখে আরও উন্নতি করতে চান তিনি। ইউরোপের ঐতিহ্যবাহী দলটিতে খেলতে পেরে নিজেকে ধন্য মনে করছেন মেমফিস।
তিনি বলেন, বার্সেলোনার হয়ে খেলতে পারাটা গর্বের। এমন একটি ঐতিহাসিক ক্লাবে অসাধারণ সব সমর্থকদের সামনে প্রতিটি দিন উপভোগ করছি। বার্সার হয়ে খেলা মানে আমার কাছে অনেক কিছু।
আমি শুরুটা ভালো করেছি। কিন্তু এটা আমাকে ধরে রাখতে হবে। এখনও আমার সেরাটা দিতে পারিনি। ফর্মে আছি, ভালো লাগছে এবং উন্নতি করতে হবে। দলকে আমি গোল ও অ্যাসিস্ট উপহার দিতে চাই।
মেমফিস বলেন, বার্সেলোনার জন্য মৌসুমের শুরুটা অবশ্য ভালো হয়নি। মাঠে আমি কতটা উচ্চাভিলাষী, তা দেখাতে চাই না। আমার মাথায় কখনোই সংখ্যা থাকে না, আমি শুধু অনেক গোল ও অ্যাসিস্ট করার চেষ্টা করি। ব্যক্তিগতভাবে, আমি মনে করি ভালো একটি মৌসুম কাটবে, আমার ও দলের জন্যও।
লা লিগায় তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে রোনাল্ড কুমানের দল। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরেছে তারা ৩-০ গোলে।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা