ক্রীড়া বার্তা পরিবেশক

রোববার, ১৯ সেপ্টেম্বর ২০২১

অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজ

জয় দিয়ে শেষ করল আফগান যুবারা

image

অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজ

জয় দিয়ে শেষ করল আফগান যুবারা

রোববার, ১৯ সেপ্টেম্বর ২০২১
ক্রীড়া বার্তা পরিবেশক

ম্যাচের ৪৮ ওভার শেষে আফগানদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান। মুশফিক হাসান ৪৯তম ওভারে মাত্র ৩ রান আর ১টি উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার আভাস দেন। কিন্তু লাভ হলো না। শেষ ওভারের দ্বিতীয় বলে কাউ কর্নারে ইজহারুল হক ছয় হাঁকিয়ে ম্যাচের নাটাই নিজেদের হাতে নিয়ে নেন। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতে ৩ উইকেটের জয়ে ৫ ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি রাঙাল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। পঞ্চম ওয়ানডেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দেয়া ১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে সফরকারীরা ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

ইজহারুল হক নাভিদ ৪৯ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন। তবে জয়ের ভিত গড়ে দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশাক জাজাই। ৭৯ বলে ৫টি চার ও ২টি ছয়ের মারে জাজাই ৫২ রান করেন। এ ছাড়া অধিনায়ক ইজাজ আহমেদের ব্যাট থেকে আসে ৩২ রান। বাংলাদেশের কম পুঁজি হলেও আশিকুর জামানের দুর্দান্ত বোলিংয়ে বিপদে পড়ে আফগানরা। ৭৩ থেকে ১০৬ রানের মধ্যে হারিয়ে ফেলে ৪ উইকেট। কিন্তু ইজহারুলের দৃঢ়তায় জয় পাওয়া সম্ভব হয়নি। আশিকুর সর্বোচ্চ ৩ উইকেট নেন। এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের যুবাদের। মাহফুজুল-ইফতেখারের ওপেনিং জুটি থেকে আসে ৪৮ রান। ব্যক্তিগত ১১ রানে মাহফুজুল ইসলাম আউট না হতেই ধস নামে স্বাগতিক শিবিরের ব্যাটিংয়ে। ১৬ রানের ব্যবধানে হারিয়ে ফেলে ৫ উইকেট! ওপেনার ইফেতেখার হাসানও ফেরেন ২৬ রানে।

এরপর তাহজিবুল ইসলাম (১৫) আবদুল্লাহ আল মামুন (৩৭) গোলাম কিবরিয়া (১৩) ও নাঈমুর রহমানদের (১৬) ছোট অবদানে কোন মতে দেড়শ পার করে বাংলাদেশ। ৪৭.৪ ওভারে যুবারা অলআউট হয় ১৫৫ রানে। আফগানদের হয়ে ৩টি করে উইকেট নেন বিলাল সামি ও নাঙ্গিয়ালিয়া খারোটে। ২টি করে উইকেট নেন ইজহারুল ও শহীদুল্লাহ হাসানি। টানা তিন ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। ৫ ম্যাচ সিরিজের সমাপ্তি ঘটে ৩-২ ব্যবধানে বাংলাদেশের জয়ে।

আগামী ২২ সেপ্টেম্বর সিলেটে একমাত্র চারদিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড