স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১

ফ্রেঞ্চ লিগ-১

নেইমার ও ইকার্ডির গোলে পিএসজি হারালো লিওকে

image
৭৫ মিনিটে মাঠ থেকে তুলে নেয়া হয় মেসিকে। এ সময় তিনি কিছুটা হতাশা প্রকাশ করেন

ফ্রেঞ্চ লিগ-১

নেইমার ও ইকার্ডির গোলে পিএসজি হারালো লিওকে

সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
স্পোর্টস ডেস্ক

মাউরো ইকার্ডির করা শেষ সময়ের গোলে প্যারিস সেন্ট জার্মেই রবিবার নিজেদের পার্ক ডেস প্রিন্সেস স্টেডিয়ামে ২-১ গোলে লিওকে পরাজিত করেছে। ইকার্ডির ইনজুরি টাইমের গোল সম্মান বাচিয়েছে কোচ মরিসিও পচেত্তিনোর। তারকা সমৃদ্ধ দল মাঠে নামিয়েও তেমন সুবিধা করতে না পারায় কোচের সমালোচনা হচ্ছে প্রতিনিয়তই। নিজেদের মাঠে খেলতে নেমে এ ম্যাচেও গোলের দেখা পাননি লিওনেল মেসি। এ নিয়ে তিন ম্যাচ খেলতে মাঠে নামা মেসি এখনও গোলশূন্যই রয়েছেন। যদিও প্রথমার্ধে তিনি মোটামুটি ভালই খেলেছিলেন এবং একটি ফ্রি কিকের বল ক্রসবারে লাগায় তিনি গোল বঞ্চিত হন। দ্বিতীয়ার্ধে তিনি হয়ে যান নিস্প্রভ। ফলে ৭৫ মিনিটে কোচ তাকে মাঠ থেকে তুলে নেন। তার বদলে মাঠে নামানো হয় আশরাফ হাকিমিকে। আরেক বদলি খেলোয়াড় ইকার্ডি ইনজুরি টাইমে কাইলিয়ান এমবাপ্পের ক্রস থেকে জয়সুচক গোলটি করেন। প্রথমার্ধে পিএসজির প্রাধান্য থাকলেও খেলায় সে রকম ছন্দ ছিল না। মেসির সাথে অন্যদের এখনও বোঝা পড়াটা তেমন ভাল হয়নি। যে কারণে মেসি নেইমার ও এমবাপ্পের মধ্যে সেভাবে সমন্বয় হচ্ছে না। প্রথমার্ধে ৩৭ মিনিটে মেসির ফ্রি কিকের সুযোগ ছাড়া সেভাবে আর কোন গোলের সুযোগ সৃষ্টি করতে পারেনি পিএসজি।

সফরকারী লিও দ্বিতীয়ার্ধের নয় মিনিটে গোল করে এগিয়ে যায়। গোলটি করেন ব্রাজিলিয়ান খেলোয়াড় লুকাস পাকেটা। কার্ল টোকো একাম্বির পাস থেকে দুরন্ত শটে তিনি গোলটি করেন। ৬৩ মিনিটে নেইমারের পেনাল্টি গোল থেকে সমতায় ফেরে পিএসজি। নেইমারই পেনাল্টিটি আদায় করেছিলেন। রেফারি পেনাল্টির বাশি বাজানোর পর পরই তিনি বল হাতে নিয়ে পেনাল্টি মারতে প্রস্তুতি নেন। এ সময় মেসি অবশ্য কোন আগ্রহ দেখাননি। পিএসজিতে পেনাল্টি মারা নিয়ে এর আগে মেসি ও এডিসন কাভানির মধ্যে বিরোধ হয়েছিল। মেসিই বার্সেলোনার হয়ে পেনাল্টি মারতেন। পিএসজিতে যোগ দেয়ার পর পেনাল্টি কে মারবেন তা নিয়ে কৌতুহল ছিল সবারই। প্রথম পেনাল্টি নেইমার আদায় করায় এবং মারায় এখনও অমীমাংসিতই থেকে গেলো সেই রহস্য। অ্যাঞ্জেল ডি মারিয়ার বদলে ৮২ মিনিটে মাঠে নেমেছিলেন ইকার্ডি। ইনজুরি টাইমে তার গোলেই শেষ হাসি হাসে পিএসজি।

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের