সাফের ফাইনালে উঠার গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ফুটবল দল গোল পেয়েছে। নেপালের বিপক্ষে ৮ মিনিটে জামালের ফ্রিকিকে লাফিয়ে উঠে সুমন রেজা হেড করলে বাংলাদেশ এগিয়ে যায়।
সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে যেতে হলে বুধবার নেপালের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। আগের ম্যাচ থেকে (মালদ্বীপের বিপক্ষে) দলটিতে পরিবর্তন এসেছে চারটি।
মালদ্বীপের বিপক্ষে শুরু থেকে খেলেছেন রহমত মিয়া, সোহেল রানা, মতিন মিয়া ও ইয়াসিন আরাফাত। আজ একাদশে কাউকেই রাখেননি ব্রুজন। আগের ম্যাচে সাসপেনশনের কারণে খেলতে পারেননি উইঙ্গার রাকিব হোসেন ও ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। আজ শুরু থেকে রয়েছেন এই দুই নির্ভরযোগ্য ফুটবলার। তবে ভারতের বিপক্ষে লক্ষ্যভেদ করা ইয়াসিন আরাফাত কার্ড সমস্যার কারণে গ্যালারিতে থাকছেন।
মিডফিল্ডার সোহেল রানাকেও একাদশে দেখা যাবে না। প্রথমবারের মতো মালদ্বীপে অনুষ্ঠেয় সাফে খেলছেন ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা। এছাড়া স্ট্রাইকার সুমন রেজাও খেলছেন।
বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, টুটুল হোসেন বাদশা, কাজী তারিক রায়হান, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া, মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ, রাকিব হোসেন, সাদ উদ্দিন ও সুমন রেজা।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা