ফাইনালে যাওয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে গেলো জামালদের। নেপালের বিপক্ষে ম্যাচ টা জিততেই হতো সাফের ফাইনালে যাওয়ার জন্য। অন্যদিকে নেপালের প্রয়োজন ছিলো শুধু ড্র। ১-১ গোলের ম্যাচে সাফের ফাইনালে পারি জমালো নেপাল।
দুই ম্যাচ পর একাদশে ফেরা ফরোয়ার্ড সুমন রেজার গোলে বাংলাদেশ প্রথমার্ধে লিড নেয়। টুর্নামেন্টের আগের দুই গোলের মতোই আজকের গোলটিও এসেছে ডেডবল থেকে। অধিনায়ক জামালের ফ্রি-কিক সাদউদ্দিনের মাথা ঘুরে বল সুমনের কাছে আসলে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি। এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের বাকি সময় বাংলাদেশ ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে। বিশেষ করে আরো দুই কর্নার থেকে। সেই দুই কর্নারে নেপালের গোলবারে ভীতিকর কিছু করতে পারেনি বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ ভালো খেললেও নেপালের ফ্রিকিকের সময় বাংলাদেশ দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো রেড কার্ডের শিকার হয়। ম্যাচের ৮৬ মিনিটে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের বিতর্কিত হলুদ কার্ডের ফলে পেনাল্টি পায় নেপাল। ফলশ্রুতিতে ৮৮ মিনিটে অঞ্জন বিস্তা নেপালকে সমতায় ফেরায়। গোল হজমের পর ১০ জনের বাংলাদেশ দল কোন রকম ঝামেলা সৃষ্টি করতে পারেনি। বরং নেপাল কাউন্টারে দুইবার বাংলাদেশের জালে বল গরাতে ভুল করে। অতএব শেষে ম্যাচ সমতায় শেষ করায় বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ যাত্রা এখানেই শেয় হলো।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বুধবার, ১৩ অক্টোবর ২০২১
ফাইনালে যাওয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে গেলো জামালদের। নেপালের বিপক্ষে ম্যাচ টা জিততেই হতো সাফের ফাইনালে যাওয়ার জন্য। অন্যদিকে নেপালের প্রয়োজন ছিলো শুধু ড্র। ১-১ গোলের ম্যাচে সাফের ফাইনালে পারি জমালো নেপাল।
দুই ম্যাচ পর একাদশে ফেরা ফরোয়ার্ড সুমন রেজার গোলে বাংলাদেশ প্রথমার্ধে লিড নেয়। টুর্নামেন্টের আগের দুই গোলের মতোই আজকের গোলটিও এসেছে ডেডবল থেকে। অধিনায়ক জামালের ফ্রি-কিক সাদউদ্দিনের মাথা ঘুরে বল সুমনের কাছে আসলে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি। এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের বাকি সময় বাংলাদেশ ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে। বিশেষ করে আরো দুই কর্নার থেকে। সেই দুই কর্নারে নেপালের গোলবারে ভীতিকর কিছু করতে পারেনি বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ ভালো খেললেও নেপালের ফ্রিকিকের সময় বাংলাদেশ দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো রেড কার্ডের শিকার হয়। ম্যাচের ৮৬ মিনিটে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের বিতর্কিত হলুদ কার্ডের ফলে পেনাল্টি পায় নেপাল। ফলশ্রুতিতে ৮৮ মিনিটে অঞ্জন বিস্তা নেপালকে সমতায় ফেরায়। গোল হজমের পর ১০ জনের বাংলাদেশ দল কোন রকম ঝামেলা সৃষ্টি করতে পারেনি। বরং নেপাল কাউন্টারে দুইবার বাংলাদেশের জালে বল গরাতে ভুল করে। অতএব শেষে ম্যাচ সমতায় শেষ করায় বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ যাত্রা এখানেই শেয় হলো।