পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার পর এবার ভারতের বিরুদ্ধে মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। বিশ্বক্রিকেটে ধনীতম হওয়ার সুযোগ নিয়ে ‘দাদাগিরি’ চালাচ্ছে ভারতীয় বোর্ড। নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের পাকিস্তান সফর বাতিল প্রসঙ্গে এমনই মন্তব্য করে বসলেন ইমরান।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ‘ইংল্যান্ড কখনওই ভারত সফর বাতিল করত না। কারণ তারা জানে ভারতের সঙ্গে খেললে অনেক বেশি অর্থ পাওয়া যাবে। আর এখন ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেট বোর্ডগুলোর জন্যও টাকা অনেকটাই গুরুত্বপূর্ণ। আর বিসিসিআই ধনীতম বোর্ড হওয়ায় বিশ্ব ক্রিকেটকে কার্যত নিয়ন্ত্রণ করছে।’
এর সঙ্গে তার সংযোজন, গত জুলাইয়ে করোনা আবহেই ইংল্যান্ড সফরে গিয়েছিল পাকিস্তান। তাই তাদের এদেশে খেলতে না আসার সিদ্ধান্ত খুবই হতাশাজনক। অন্য কেউ যদি তাদের সঙ্গে এমনটাই করত, তাহলে ইসিবির কেমন লাগত? এর পাশাপাশি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকেও সমালোচনা করেছেন পাক প্রধানমন্ত্রী।
এর আগে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাও ভারত প্রসঙ্গে বিরূপ মন্তব্য করেছিলেন।
সম্প্রতি পাকিস্তানের সিনেট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে রমিজ রাজা বলেন, ‘আমাদের যে ভয়ের বিষয়টা রয়েছে, সেটা আপনাদের জানাই। আমাদের ৫০ শতাংশ অর্থের জোগান দেয় আইসিসি। আইসিসি টুর্নামেন্ট আয়োজন করে। যে টাকা লাভ হয়, সেটাই তারা সদস্য দেশগুলোর মধ্যে ভাগ করে দেয়। আর আইসিসির ৯০ শতাংশ অর্থ আসে ভারতের বাজার থেকে। সেদিক থেকে দেখলে ভারতের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো পাকিস্তান ক্রিকেট চালাচ্ছে।’
পিসিবি চেয়ারম্যান আরও বলেন, ‘কাল যদি ভারতের প্রধানমন্ত্রী ঠিক করেন পাকিস্তানকে কোন অর্থ বরাদ্দ করা হবে না, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড ধসেও পড়তে পারে।’ রমিজ রাজা এও মেনে নেন যে, আইসিসিকে অর্থ জোগানোর ক্ষেত্রে পাকিস্তানের কোনও ভূমিকা নেই। তাই আইসিসিতে পাকিস্তানের কোন গুরুত্বও নেই।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বুধবার, ১৩ অক্টোবর ২০২১
পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার পর এবার ভারতের বিরুদ্ধে মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। বিশ্বক্রিকেটে ধনীতম হওয়ার সুযোগ নিয়ে ‘দাদাগিরি’ চালাচ্ছে ভারতীয় বোর্ড। নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের পাকিস্তান সফর বাতিল প্রসঙ্গে এমনই মন্তব্য করে বসলেন ইমরান।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ‘ইংল্যান্ড কখনওই ভারত সফর বাতিল করত না। কারণ তারা জানে ভারতের সঙ্গে খেললে অনেক বেশি অর্থ পাওয়া যাবে। আর এখন ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেট বোর্ডগুলোর জন্যও টাকা অনেকটাই গুরুত্বপূর্ণ। আর বিসিসিআই ধনীতম বোর্ড হওয়ায় বিশ্ব ক্রিকেটকে কার্যত নিয়ন্ত্রণ করছে।’
এর সঙ্গে তার সংযোজন, গত জুলাইয়ে করোনা আবহেই ইংল্যান্ড সফরে গিয়েছিল পাকিস্তান। তাই তাদের এদেশে খেলতে না আসার সিদ্ধান্ত খুবই হতাশাজনক। অন্য কেউ যদি তাদের সঙ্গে এমনটাই করত, তাহলে ইসিবির কেমন লাগত? এর পাশাপাশি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকেও সমালোচনা করেছেন পাক প্রধানমন্ত্রী।
এর আগে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাও ভারত প্রসঙ্গে বিরূপ মন্তব্য করেছিলেন।
সম্প্রতি পাকিস্তানের সিনেট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে রমিজ রাজা বলেন, ‘আমাদের যে ভয়ের বিষয়টা রয়েছে, সেটা আপনাদের জানাই। আমাদের ৫০ শতাংশ অর্থের জোগান দেয় আইসিসি। আইসিসি টুর্নামেন্ট আয়োজন করে। যে টাকা লাভ হয়, সেটাই তারা সদস্য দেশগুলোর মধ্যে ভাগ করে দেয়। আর আইসিসির ৯০ শতাংশ অর্থ আসে ভারতের বাজার থেকে। সেদিক থেকে দেখলে ভারতের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো পাকিস্তান ক্রিকেট চালাচ্ছে।’
পিসিবি চেয়ারম্যান আরও বলেন, ‘কাল যদি ভারতের প্রধানমন্ত্রী ঠিক করেন পাকিস্তানকে কোন অর্থ বরাদ্দ করা হবে না, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড ধসেও পড়তে পারে।’ রমিজ রাজা এও মেনে নেন যে, আইসিসিকে অর্থ জোগানোর ক্ষেত্রে পাকিস্তানের কোনও ভূমিকা নেই। তাই আইসিসিতে পাকিস্তানের কোন গুরুত্বও নেই।