বৃহস্পতিবার থেকে কানপুরে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত ও নিউজিল্যান্ড। ভারতের মাটিতে ৩৩ বছর পরে টেস্ট জয়ের সুযোগ কেন উইলিয়ামসনদের সামনে। কিন্তু খেলতে নামার ২৪ ঘণ্টা আগে সতর্ক কিউয়ি অধিনায়ক। উইলিয়ামসনের মতে, ভারতে সিরিজ জিততে হলে স্পিন আক্রমণকে ধরে খেলতে হবে। নইলে রোহিত, কোহলি-হীন ভারতকে হারানো কঠিন বলেই মনে করছেন তিনি।
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনের উইলিয়ামসন বলেন, ‘আলাদা আলাদা ফরম্যাটে খেলার ধরন আলাদা। ইংল্যান্ডে ভারতের যে দল টেস্ট খেলেছিল তার মধ্যে থেকে অনেকেই এই সিরিজে নেই। তাই কারা খেলছে তা না ভেবে আমাদের নিজেদের খেলার দিকে মন দিতে হবে।’ তিনি বলেন, ‘যে দল বিদেশের পরিবেশের সঙ্গে যত দ্রুত মানিয়ে নিতে পারবে সেই দল তত সুবিধা পাবে। উপমহাদেশে টেস্ট জয়ে বড় ভূমিকা নেয় দলের স্পিন আক্রমণ।’
টেস্ট সিরিজে নিজেদের ‘আন্ডারডগ’ হিসাবেই ভাবতে চান উইলিয়ামসন। বলেন, ‘আমরা এই সিরিজে আন্ডারডগ। তাই আমাদের উপরে আলাদা করে চাপ নেই। খোলা মনে খেলতে পারব। গত বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলেও এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। একেবারে শুরু থেকে শুরু করতে হবে। সেটা ভেবেই আমরা খেলতে নামব।’
সারাদেশ: যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা