???????? ????????-?? ??????? ??? ?????
বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে সুনামগঞ্জের দিরাই একাডেমি। গতকাল রাজধানীর পল্টন ময়দানে আকাশের একমাত্র গোলে দিরাই ১-০ ব্যবধানে কুড়িগ্রামের ফুটবল ফাইটার্স একাডেমিকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। গতকাল আসরের উদ্বোধনী ম্যাচের পর টানা দ্বিতীয় জয় পেয়ে প্রথম দল হিসেবে সেমির টিকেট নিশ্চিত করে সুনামগঞ্জের দলটি। দিনের শেষ ম্যাচে ময়মনসিংহের মোধ আবদুল হালিম একাডেমি ২-০ গোলে পিরোজপুরের মোহামেডান ফুটবল একাডেমিকে হারায়। আতিক হাসান দুটি গোলই করে পেনালটিতে।