image

এবার পুত্র সন্তানের বাবা হলেন আশরাফুল

শনিবার, ৩০ মে ২০২০
সংবাদ স্পোর্টস ডেস্ক

দ্বিতীয়বারের মতো সন্তানের বাবা হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের বাবা হন তিনি। ফেসবুকে নিজের অ্যাকাউন্টে নিজেই এ খবর নিশ্চিত করেছেন ৩৫ বছর বয়সী এ খেলোয়াড়।

নতুন অতিথি ও স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে আশরাফুল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের একটি পুত্র সন্তান উপহার দিয়েছেন। এমন উপহারের জন্য আল্লাহকে ধন্যবাদ। আল্লাহর রহমতে অর্চি (স্ত্রী) ও পুত্র সন্তান সুস্থ আছে। সবাই তাদের জন্য দোয়া করবেন।’

২০১৬ সালে প্রথম কন্যা সন্তানের বাবা হন অ্যাশ। মেয়ের নাম রাখেন আরিবা তাসনিম।

করোনাভাইরাসের মধ্যে আরও অনেক ক্রিকেটারই বাবা হয়েছেন। সেই তালিকায় আছেন- সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন ও এনামুল হক বিজয়। বাসস।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি