image

বিশ্বকাপ না হলে আইপিএলে খেলতে ইচ্ছুক স্মিথ

সোমবার, ০১ জুন ২০২০
সংবাদ অনলাইন স্পোর্টস ডেস্ক

নির্ধারিত সূচিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত না হলে সেই ফাঁকা সময়টাতে মাঠে গড়াতে পারে আইপিএল। অস্ট্রেলিয়া সরকারের অনুমতি পেলে আইপিএল খেলতে ভারতে উড়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন স্টিভ স্মিথ।

সোমবার ঘরোয়া দল নিউ সাউথ ওয়েলসের স্কোয়াডে যোগ দিয়ে অনুশীলনে ফিরেছেন সময়ের অন্যতম সেরা অজি ব্যাটসম্যান। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘আমি মনে করি, আপনি যখন কোনো বিশ্বকাপে নিজের দেশের হয়ে খেলেন, ওয়ানডে বা টি-টোয়েন্টি ক্রিকেটে সেটাই আপনার জন্য সর্বোচ্চ সাফল্য। তাই অবশ্যই আমি (বিশ্বকাপে) খেলতে পছন্দ করব।’

গেল নভেম্বরে আইপিএলের দল রাজস্থান রয়্যালসের অধিনায়কের দায়িত্ব পাওয়া স্মিথ যোগ করেন, ‘তবে যদি বিশ্বকাপ না আয়োজিত হয়, তবে আইপিএল রয়েছে। যদি বিশ্বকাপ স্থগিত করা হয়, তবে তাই হোক। (ফাঁকা সময়টাতে) ঘরোয়া প্রতিযোগিতা হিসেবে আইপিএল দুর্দান্ত।’

যত দিন যাচ্ছে, অস্ট্রেলিয়ার মাটিতে আগামী বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা ততই কমছে।

ভারতীয় গণমাধ্যমগুলো গেল কিছুদিন ধরে জানাচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেলে বিসিসিআই অক্টোবর-নভেম্বরে আইপিএল আয়োজন করতে পারে। এবারের আসর মাঠে গড়ানোর কথা ছিল গেল ২৯ মার্চ।

আইসিসির পরবর্তী বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ১০ জুন। সেদিন নির্ধারিত হবে বিশ্বকাপের ভাগ্য। ওয়েবসাইট।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি