alt

মিহির মুসাকীর কবিতা

সংবাদ অনলাইন রিপোর্ট : রোববার, ২৬ নভেম্বর ২০২৩

কবি মিহির মুসাকী

টোপ
টোপ দেখলেই মুখ বাড়িয়ে হা-করতে নেই,

টোপের আড়ালে বসে থাকতে পারে নিপুণ শিকারী!

হতে পারে সে তোমার পছন্দ জানে,

তাই পেতেছে গোপন ফাঁদ!

এতদিন তোমাকে ক্ষুধার্ত রেখে সে হয়তো মজা দেখেছে

তারপর দীর্ঘ প্রস্তুতি শেষে

বসেছে ছিপ হাতে।

সে হয়তো জানে,

ক্ষুধা তোমাকে মাঝে-মধ্যে পাগল করে,

ভীষণ আবেগে তুমি হয়ে পড় দ্বিধাগ্রস্ত

হারিয়ে ফেলো ন্যায়-অন্যায় জ্ঞান

তোমার বৈচিত্র্যপিয়াসী মনের খবর

সে হয়তো পেয়েছে গোপন সংকেতে,

তোমাকে পেতে তাই সে বারবার

পরিবর্তন করেছে টোপ।

টোপ দেখলেই মুখ বাড়িয়ে খেতে নেই

আগে দেখা ভালো ওটা তোমার খাদ্য?

নাকি তুমি তার!

আমাদের বাড়ি করাতকলের কাছে
করাতকলের কাছে গেলে-

আপনাকে শুয়ে পড়তে হবে অনিবার্যভাবে,

বুক চেরা হয়ে গেলে তোলা হবে ট্রাকে-

কেউ আপনার কান্না শুনবে না,

করাতকলের শ্রমিকেরা জন্মবধির।

আমাদের বাড়ি ছিল করাতকলের কাছে,

অনেক বছর ধরে আমরা লাগিয়ে চলেছিলাম গাছ,

প্রত্যেকটা গাছের ছিল একেকটা নাম,

কোনোটার নাম আনন্দমুখী,কোনোটা দুঃখবিলাস,কোনোটা বা বিরহকামী

কোনোটা আবার সুখ-পরাজিতা

আমরা ভাইবোন ওইসব গাছের নিচে খেলা করতাম।

একদিন ওরা সব গাছ কেটে করাতকলের কাছে নিয়ে গেল

সঙ্গে আমাদেরকেও-

তারপর চিরে দিলো বুক

ওরা বুক চিরতে পছন্দ করে।

যথারীতি মৃত্যুর আর্তনাদ কেউ শুনতে পায়নি।

করাতকলের কাছে গেলে

সবসময় শুয়ে পড়তে হয়;

করতে হয় অপেক্ষা

কখন চেরা হবে বুক!

প্রস্তুতি
প্রস্ততি ছাড়াই গিয়েছিলাম তোমার কাছে,

ফিরিয়ে দিয়েছো!

বলেছো, আসার আগে অন্তত একটা ফোন-

মনে ছিলো না।

ভেবেছিলাম আমার জন্যে তুমি হয়তো অপেক্ষায় আছো,

যেভাবে থাকতে আগে বাদামগাছের নিচে,

দেখা হলে বলতে, মাঝে মাঝে তব দেখা পাই

চিরদিন কেনো পাই না?

যখন ফিরিয়ে দিলে

ধীরে ধীরে হেঁটে একটা উদ্যানের কাছে গিয়েছিলাম,

নুয়ে পড়া গাছেদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললাম,

পাখিদের সাথে ঘুরে বেড়ালাম,

কিছুক্ষণ মাছদের নিয়ে দিঘিতে সাঁতার কাটলাম।

আসলে প্রস্তুতি ছাড়া কোথাও, কোত্থাও যাওয়া ঠিক নয়।

সবাই ফিরিয়ে দেয়,

ফিরিয়ে দেওয়াটা অনেক সহজ গ্রহণ করার চেয়ে।

ভাবছি মৃত্যুর কাছে যাওয়ার জন্য

এখন থেকেই প্রস্তুতি নেবো।

রবির গানে মেঘ বলেছে
রবির গানে মেঘ বলেছে যাবো যাবো

ফাগুন-মেয়ে রঙ পেয়েছে হরিদ্রাভ।

তুমি যদি ডাকো ছুটির নিমন্ত্রণে,

মন চাইলে যাবো দূরের হলুদ বনে।

ফুল বলছে, নাও জড়িয়ে আমায় চুলে,

যাচ্ছে পাতা ধুলোর বাড়ি রাস্তা ভুলে।

রোদ-ঘুড়িতে আকাশ ছোঁয়ার স্বপ্ন আঁকা,

কাটাকুটির মগ্ন খেলায় বেঁচে থাকা।

রবির গানে মেঘ বলেছে যাবো যাবো,

গহীনপুরে গেলে কী আর তোমায় পাবো?

ছবি

সত্যেন সেনের উপন্যাস: মিথ ও ইতিহাসলগ্ন মানুষ

ছবি

বিস্ময়ের সীমা নাই

ছবি

নগর বাউল ও ত্রিকালদর্শী সন্ত কবি শামসুর রাহমান

সাময়িকী কবিতা

ছবি

ও বন্ধু আমার

ছবি

লোরকার দেশে

ছবি

শামসুর রাহমানের কবিতায় ‘মিথ’

ছবি

বহুমাত্রিক শামসুর রাহমান

ছবি

দূর-সময়ের সার্বভৌম কবি

ছবি

মাহফুজ আল-হোসেন-এর দশটি কবিতা

ছবি

মনোজগতের অন্বেষায়

সাময়িকী কবিতা

ছবি

এক ঘর রোদ

ছবি

দ্রোহের রম্য পঙ্ক্তিমালা

ছবি

সংবেদী রঙে ও রেখায় প্রাণের উন্মোচন

ছবি

অলস দিনের হাওয়া

ছবি

লাসলো ক্রাসনাহোরকাইয়ের মর্মস্পর্শী ও দূরদর্শী সাহিত্যকর্ম

ছবি

‘ভাষার আরোপিত কারুকাজে খেই হারিয়ে ফেলি’

ছবি

সৈয়দ মনজুরুল ইসলামের জিন্দা লাশ কি প্রকৃত লাশ

ছবি

সৈয়দ মনজুরুল ইসলামের শিক্ষা দর্শন ও অলস দিনের হাওয়া

ছবি

ধ্রুপদী বোধ ও ব্যাধির কবিতা

ছবি

সুকান্তর কবিতায় বিপ্লবী চেতনা

সাময়িকী কবিতা

ছবি

মগ্নচৈতন্যে সৌন্দর্যধ্যান

ছবি

অধুনাবাদী নিরীক্ষার অগ্রসাধক

ছবি

‘বায়ান্নর আধুনিকতা ও প্রগতিশীল ধারাকে বহন করতে চেয়েছি’

ছবি

জাতীয় চেতনার অমলিন ধারক

ছবি

নক্ষত্রের অনন্ত যাত্রা

ছবি

আহমদ রফিক ও ভাষামুক্তি সাধনা

ছবি

কবি আসাদ চৌধুরী : ঘরে ফেরা হলো না তাঁর

ছবি

জীবনবোধের অনবদ্য চিত্ররূপ ‘স্বপ্নছোঁয়ার পদযাত্রা’

ছবি

অনালোকিত ইতিহাসের সন্ধানে

ছবি

কবিরের দোঁহা

ছবি

আকবর হোসেন ও ‘যৌবনটাই জীবন নয়’

ছবি

স্বোপার্জিত

ছবি

সংগ্রামের অগ্নিশিখা থেকে হেলাল হাফিজ

tab

মিহির মুসাকীর কবিতা

সংবাদ অনলাইন রিপোর্ট

কবি মিহির মুসাকী

রোববার, ২৬ নভেম্বর ২০২৩

টোপ
টোপ দেখলেই মুখ বাড়িয়ে হা-করতে নেই,

টোপের আড়ালে বসে থাকতে পারে নিপুণ শিকারী!

হতে পারে সে তোমার পছন্দ জানে,

তাই পেতেছে গোপন ফাঁদ!

এতদিন তোমাকে ক্ষুধার্ত রেখে সে হয়তো মজা দেখেছে

তারপর দীর্ঘ প্রস্তুতি শেষে

বসেছে ছিপ হাতে।

সে হয়তো জানে,

ক্ষুধা তোমাকে মাঝে-মধ্যে পাগল করে,

ভীষণ আবেগে তুমি হয়ে পড় দ্বিধাগ্রস্ত

হারিয়ে ফেলো ন্যায়-অন্যায় জ্ঞান

তোমার বৈচিত্র্যপিয়াসী মনের খবর

সে হয়তো পেয়েছে গোপন সংকেতে,

তোমাকে পেতে তাই সে বারবার

পরিবর্তন করেছে টোপ।

টোপ দেখলেই মুখ বাড়িয়ে খেতে নেই

আগে দেখা ভালো ওটা তোমার খাদ্য?

নাকি তুমি তার!

আমাদের বাড়ি করাতকলের কাছে
করাতকলের কাছে গেলে-

আপনাকে শুয়ে পড়তে হবে অনিবার্যভাবে,

বুক চেরা হয়ে গেলে তোলা হবে ট্রাকে-

কেউ আপনার কান্না শুনবে না,

করাতকলের শ্রমিকেরা জন্মবধির।

আমাদের বাড়ি ছিল করাতকলের কাছে,

অনেক বছর ধরে আমরা লাগিয়ে চলেছিলাম গাছ,

প্রত্যেকটা গাছের ছিল একেকটা নাম,

কোনোটার নাম আনন্দমুখী,কোনোটা দুঃখবিলাস,কোনোটা বা বিরহকামী

কোনোটা আবার সুখ-পরাজিতা

আমরা ভাইবোন ওইসব গাছের নিচে খেলা করতাম।

একদিন ওরা সব গাছ কেটে করাতকলের কাছে নিয়ে গেল

সঙ্গে আমাদেরকেও-

তারপর চিরে দিলো বুক

ওরা বুক চিরতে পছন্দ করে।

যথারীতি মৃত্যুর আর্তনাদ কেউ শুনতে পায়নি।

করাতকলের কাছে গেলে

সবসময় শুয়ে পড়তে হয়;

করতে হয় অপেক্ষা

কখন চেরা হবে বুক!

প্রস্তুতি
প্রস্ততি ছাড়াই গিয়েছিলাম তোমার কাছে,

ফিরিয়ে দিয়েছো!

বলেছো, আসার আগে অন্তত একটা ফোন-

মনে ছিলো না।

ভেবেছিলাম আমার জন্যে তুমি হয়তো অপেক্ষায় আছো,

যেভাবে থাকতে আগে বাদামগাছের নিচে,

দেখা হলে বলতে, মাঝে মাঝে তব দেখা পাই

চিরদিন কেনো পাই না?

যখন ফিরিয়ে দিলে

ধীরে ধীরে হেঁটে একটা উদ্যানের কাছে গিয়েছিলাম,

নুয়ে পড়া গাছেদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললাম,

পাখিদের সাথে ঘুরে বেড়ালাম,

কিছুক্ষণ মাছদের নিয়ে দিঘিতে সাঁতার কাটলাম।

আসলে প্রস্তুতি ছাড়া কোথাও, কোত্থাও যাওয়া ঠিক নয়।

সবাই ফিরিয়ে দেয়,

ফিরিয়ে দেওয়াটা অনেক সহজ গ্রহণ করার চেয়ে।

ভাবছি মৃত্যুর কাছে যাওয়ার জন্য

এখন থেকেই প্রস্তুতি নেবো।

রবির গানে মেঘ বলেছে
রবির গানে মেঘ বলেছে যাবো যাবো

ফাগুন-মেয়ে রঙ পেয়েছে হরিদ্রাভ।

তুমি যদি ডাকো ছুটির নিমন্ত্রণে,

মন চাইলে যাবো দূরের হলুদ বনে।

ফুল বলছে, নাও জড়িয়ে আমায় চুলে,

যাচ্ছে পাতা ধুলোর বাড়ি রাস্তা ভুলে।

রোদ-ঘুড়িতে আকাশ ছোঁয়ার স্বপ্ন আঁকা,

কাটাকুটির মগ্ন খেলায় বেঁচে থাকা।

রবির গানে মেঘ বলেছে যাবো যাবো,

গহীনপুরে গেলে কী আর তোমায় পাবো?

back to top