image

খাগড়াছড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ড, পুড়ল ২০ দোকান

বুধবার, ২৬ মার্চ ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০টি দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার রাত দেড়টার দিকে লেগে যাওয়া এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা ধরে কাজ করে বলে জানান খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাকের হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে হোটেল, মুদি দোকান ও কাঠের দোকানসহ প্রায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানান, লারমা স্কয়ারের পাশে অবস্থিত ‘তৃপ্তি হোটেল’ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জাকের হোসেন জানান, প্রাথমিক হিসাবে অগ্নিকাণ্ডে অন্তত ১০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি