মহেশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর লাঠির আঘাতে বিএনপি কর্মীর মৃত্যু,আটক ১

নিজস্ব বাতা পরিবেশক, কক্সবাজার

কক্সবাজারের মহেশখালীতে তুচ্ছ ঘটনার জেরে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর লাঠি পেটায় নিহত হয়েছেন বিএনপি কর্মী আবদুর রশিদ (৫০)।

সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার কালারমারছড়ার নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি ছাত্রলীগ নেতা অমীত হাসান ইকবালকে ঘটনার জন্য দায়ী করেছে।

নিহত রশিদ কালারমারছড়া ইউনিয়নের উত্তরনলবিলা এলাকার লাল মিয়ার পুত্র।

এদিকে দুপুর দেড়টার দিকে তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহজনক কামরুল নামে একজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রশিদের নিজ বাড়ির সামনে দাঁড়িয়েছিল। এ সময় একই এলাকার ছাত্রলীগ ক্যাডার অমীতের দলীয় বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় লাঠির আঘাত করেন ছাত্রলীগ কর্মী অমিত। এতে মাটিতে লুটে পড়ে রশিদ।

এসময় স্থানীয়রা আহত অবস্থায় রশিদকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।

নিহত রশিদের ভাইপো জাহেদ জানান, তাঁর সঙ্গে কোনো পূর্ব বিরোধ ছিল না অমিতের । তবে অভিযুক্ত অমীতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে একাধিক অভিযোগ রয়েছে ।

মহেশখালী থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ জানান, প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন । পুলিশ গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।

সম্প্রতি