রাজধানীতে সকাল থেকেই তেমন রোদের দেখা পাওয়া যায়নি, অধিকাংশ সময়ই ছিলো মেঘলা আকাশ। তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা রোদ উঠেছে। এমন অবস্থা দেশের ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের বিভিন্ন স্থানে।
আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের কয়েকটি স্থানে হালকা বৃষ্টি হতে পারে। গতকাল বুধবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। তবে মেঘলা আকাশ ও সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কমবে না বলেই আবহাওয়া অফিসের পূর্বাভাস।
অধিদপ্তর বলছে, গতকাল বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি স্থানে বৃষ্টি হয়। এর মধ্যে হাতিয়ায় ২৩ মিলিমিটার, বরিশালে ১৫, হিজলায় ১৪, চাঁদপুরে ৭, কুড়িগ্রামের রাজারহাট এবং ভোলায় ৩ মিলিমিটার করে বৃষ্টি হয়। পশ্চিমা লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে আকাশ এমন মেঘলা এবং বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গতকাল বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টি হলেও আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগের দু–এক স্থানে বৃষ্টি হতে পারে। রাজধানীতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। তবে রাজধানীতে কিছু সময় রোদও উঠতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা