image

প্রধানমন্ত্রীর ঘোষণা ছাড়া স্কুলের তালা খুলবেন না আন্দোলনকারী শিক্ষকরা

সংবাদ অনলাইন রিপোর্ট

‘মাধ্যমিক শিক্ষা’ জাতীয়করণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা না পাওয়া পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। শিক্ষা প্রশাসনের নির্দেশনা অনুসারে আজ থেকে শিক্ষকদের ক্লাসে ফেরার কথা। কিন্তু আন্দোলনকারী শিক্ষকরা ক্লাসে ফিরবেন না। তারা স্কুলের তালা খুলবেন না।

আন্দোলনরত শিক্ষকদের সংগঠন ‘বাংলাদেশ শিক্ষক সমিতি’র (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ শনিবার (২২ জুলাই) বিকেলে সাংবাদিকদের এ কথা জানান। আন্দোলন অব্যাহত রাখার জন্য অন্যান্য শিক্ষক সংগঠন মিলে একটা সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে বলে জানান কাওছার আহমেদ।

দেশের সব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে বিটিএ’র ব্যানারে গত ১১ জুলাই থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন হচ্ছে। শনিবার টানা ১২তম দিন কর্মসূচি পালন হয়। ছুটির দিনেও শনিবার বিপুল সংখ্যক শিক্ষককে কর্মসূচি পালন করতে দেখা গেছে।

কর্মসূচি চলাকালে গত ১৭ জুলাই পুলিশের বিরুদ্ধে কয়েকজন শিক্ষককে লাটিচার্জের অভিযোগ উঠে। ওইদিন সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সঙ্গে শিক্ষকদের বৈঠক হলেও তাতে কোন ফল আসেনি।

পরদিন ১৮ জুলাই আন্দোলনকারী শিক্ষকদের ‘ইঙ্গিত’ করে মাউশি থেকে চার দফা নির্দেশনা জারি হয়। এতে আন্দোলনকারীদের মধ্যে ‘ক্ষাভ’ বাড়ে। পরদিন অবস্থান কর্মসূচিতে শিক্ষকদের অংশগ্রহণ কিছুটা বৃদ্ধি পায় বলে শিক্ষকরা জানান।

মাউশি নির্দেশনায় বলা হয়, ‘দৈনন্দিন শিখন-শেখানো ও মূল্যায়ন কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতে শিক্ষকের এবং তা পর্যবেক্ষণে প্রতিষ্ঠান প্রধানের নিয়মিত উপস্থিতি অপরিহার্য। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও কোন কোন শিক্ষক নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত না থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন বাধাগ্রস্ত করছেন।’

পাশাপাশি এ সব শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিরও কোনরূপ নজরদারি না থাকায় নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মাউশির দাবি।

সর্বশেষ ১৯ জুলাই বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয়।

তিনি আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচি বন্ধ করে ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে বলেন, এ সময় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি গঠন করা হবে।

শিক্ষামন্ত্রী ওইদিন এবারের গ্রীষ্মকালীন ছুটি বাতিলের ঘোষণা দেন। গত ২০ জুলাই (২ আগ পর্যন্ত) থেকে সারা দেশের স্কুল-কলেজে গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল। ছুটি বাতিল হওয়ায় আজ থেকে মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস হওয়ার কথা।

শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ শনিবার ঘোষণা দেন, তারা আজ ক্লাসে ফিরছেন না। আন্দোলন চালিয়ে যাবেন। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত চলমান আন্দোলন ‘কঠোর থেকে কঠোর’ হবে বলে তিনি জানান।

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে সমাধান না আসার বিষয়ে শেখ কাওছার আহমেদ বলেন, শিক্ষামন্ত্রী দীপু মনি বেসরকারি শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। শিক্ষকরা তার এ বক্তব্যের ‘ধিক্কার’ জানাই। মন্ত্রী শিক্ষকদের ‘অস্তিত্বে’ আঘাত করেছেন।

‘সারাদেশ’ : আরও খবর

» চকরিয়ায় গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

» লালমোহনে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্প্রতি