image

পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

বৃষ্টির কারণে পাহাড় ধসে সাজেকের সঙ্গে বাঘাইছড়ি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দিঘীনালা-সাজেক সড়কের শুকনাছড়া এলাকায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।

তিনি বলেন, বৃষ্টিতে দিঘীনালা-সাজেক সড়কের বড়ইতলি এলাকার শুকনাছড়ায় পাহাড় ধসের ঘটনা ঘটে। ফলে সাজেকের সঙ্গে বাঘাইছড়ি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ধসে যাওয়া পাহাড়ি মাটিতে সীমান্ত সড়কের জন্য পাথর নিয়ে যাওয়া একটি ট্রাক আটকা পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পাহাড় ধসের বিষয়টি সড়ক ও জনপথ বিভাগসহ সবাইকে অবহিত করা হয়েছে। সকালের মধ্যে সড়কের মাটি সরিয়ে ফেলা হবে। এতে পর্যটকদের চলাচলে কোনো ধরনের সমস্যা হবে না বলে জানান ওই উপজেলা নির্বাহী অফিসার।

উল্লেখ্য, বিকেল ৫টার পরে এই সড়কে কোনো ধরনের গণপরিবহন চলাচল করে না।

‘সারাদেশ’ : আরও খবর

» সারাদেশে ঘন কুয়াশার আভাস, ব্যাহত হতে পারে সড়ক-নৌ যোগাযোগ

» সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে ডাকাতি, মোবাইল ও টাকা লুট

» সাগরে বিপুল পরিমাণ সিমেন্ট ও বাংলাদেশি পণ্যসহ ২২ পাচারকারী আটক

» বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক

» নোয়াখালীতে চর দখলের সংঘর্ষে নিহত আরেকজনের মরদেহ উদ্ধার

» ধূমপান নিয়ন্ত্রণ অধ্যাদেশের অনুমোদন: ই-সিগারেট নিষিদ্ধের প্রস্তাব

সম্প্রতি