কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের ডুবে আবদুল মোকাররম (৭) ও জান্নাতুল বকেয়া নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার পৃথক সময়ে উপজেলার দক্ষিণ ধুরুং এ ঘটনা ঘটে।
সূত্র জানিয়েছে, উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যার পাড়ার বাসিন্দা আবছারের ছেলে আবদুল মোকাররম দুপুর ১২টার দিকে এবং বিকেল ৩টার দিকে দক্ষিণ ধুরুং ইউনিয়নের জুলেকা বিবি পাড়ার ইকবালের মেয়ে জান্নাতু বকেয়ার (৪) মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, আবদুল মোকাররম ও জান্নাতুল বকেয়া পৃথক স্থানে বাড়ির লোকজনের অগোচরে বাড়ির সামনে পুকুরে ডুবে যায়।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা