কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের ডুবে আবদুল মোকাররম (৭) ও জান্নাতুল বকেয়া নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার পৃথক সময়ে উপজেলার দক্ষিণ ধুরুং এ ঘটনা ঘটে।
সূত্র জানিয়েছে, উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যার পাড়ার বাসিন্দা আবছারের ছেলে আবদুল মোকাররম দুপুর ১২টার দিকে এবং বিকেল ৩টার দিকে দক্ষিণ ধুরুং ইউনিয়নের জুলেকা বিবি পাড়ার ইকবালের মেয়ে জান্নাতু বকেয়ার (৪) মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, আবদুল মোকাররম ও জান্নাতুল বকেয়া পৃথক স্থানে বাড়ির লোকজনের অগোচরে বাড়ির সামনে পুকুরে ডুবে যায়।
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ
অপরাধ ও দুর্নীতি: ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন
সারাদেশ: সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি