image

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে তারসহ ৩ চোর ধরা

প্রতিনিধি, বাগেরহাট :

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করা ২৬৩ কেজি তামার তারসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে আনসার। এ সময় তামার তারের আনুমানিক দাম ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ৩-আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক শাহনাজ জেসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর গেটে একটি মাইক্রোবাস তল্লাশি করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনার রূপসা উপজেলার উত্তর খাজাডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে মো. মাহাবুব হোসেন (২১), সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার মফিজ সরদারের ছেলে মো. জাহাঙ্গীর সরদার (৪৮) ও বাগেরহাটের ভাড়াশিয়া এলাকা আশরাফ আলীর ছেলে মো. মেহেদী হাসান (১৯)।

পরিচালক শাহনাজ জেসমিন জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তারসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। পরে মামলা দায়ের করে তাদেরকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। মালামালও থানায় দেওয়া হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» চকরিয়ায় গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

» লালমোহনে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্প্রতি