রাঙ্গাবালীতে গাঁজা ব্যবসায়ী আটক

শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)

রাঙ্গাবালীতে ৭০০ গ্রাম গাঁজাসহ ছলেমান সিকদার (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গত শুক্রবার ঢাকা থেকে কলাপাড়াগামী দোতলা লঞ্চ থেকে তাকে আটক করা হয়। আটককৃত ছলেমান ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের রুহুল আমিন সিকদারের ছেলে।

পুলিশ জানান, গোপন সংবাদ পেয়ে গত শুক্রবার এস আই রেজাউল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা থেকে আসা এমভি জামাল ৮ লঞ্চে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজাসহ রুহুল আমিন সিকদারের ছেলে ছলেমান সিকদারকে আটক করেন। উল্লেখ্য এর আগেও কয়েকবার রাঙ্গাবালী থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করে আদালতে সোপার্দ করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার জানান,আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি