নৌকায় নয়, ডাঙায় হবে বেদে সম্প্রদায়ের স্থায়ী ঠিকানা : প্রাণ গোপাল দত্ত এমপি

শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেছেন- ভাসমান বেদে সম্প্রদায়ও এদেশের নাগরিক। তাদের জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, গৃহ নির্মাণ সহ সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে বেদে সম্প্রদায়ের জীবন যাত্রার মানোন্নয়নে কাজ করা হবে।

গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা বেদে পল্লীতে বেদে সম্প্রদায়ের জীবন যাত্রার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি বলেন- এক সময় বেদে সম্প্রদায় নৌকায় থাকতো। খালে-বিলে, নদ-নদীতে ভাসমান অবস্থায়ই ছিল তাদের জীবন যাত্রা। নৌকায় তাদের জন্ম, সেখানেই বেড়ে উঠা এবং মৃত্যুও হতো নৌকায়। শিক্ষার আলো তাদের দরজায় পৌঁছাতো না। কিন্তু এখন যেহেতু বেদে সম্প্রদায় ভাসমান অবস্থায় থাকে না সেহেতু তাদের জীবন যাত্রায় শিক্ষার আলো পৌঁঁছে দিয়ে, তাদের জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নিশ্চিত করা দরকার।

‘সারাদেশ’ : আরও খবর

» চাকরি স্থায়ী হচ্ছে না চট্টগ্রাম ওয়াসার কর্মচারীদের, কাফনের কাপড় পরে বিক্ষোভ

» পীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

» র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

» ডেঙ্গু: আরও ৪১১ জন ভর্তি, মৃত্যু ৩

» পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সম্প্রতি