image

নাটোরে ১৪ কেজি গাঁজা জব্দ, ২ নারীসহ গ্রেপ্তার ৩

সংবাদ অনলাইন রিপোর্ট

নাটোর সদরের উত্তর বড়গাছা স্টেশন বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা জব্দ ও দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার বিকাল সাড়ে ৪টার তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-৫ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সন্জয় কুমার সরকার।

তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলেও জানান তিনি।

পলিথিনে মোড়ানো ১৪ কেজি গাঁজার সঙ্গে ছয়টি মোবাইল, আটটি সিমকার্ডও জব্দ করা হয়েছে।

আটকরা হলেন, লালমনিরহাটের সাপটানার চান মিয়ার ছেলে মো. জাহিদুল হাসান উজ্জল (৪৫), তার স্ত্রী মোছা. লিপি (৪২) এবং একই এলাকার মো. শাহীন আলীর স্ত্রী মোছা. মুক্তা বেগম (৩০)।

সন্জয় কুমার সরকার বলেন, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পরিবহন ও বিক্রির জন্য হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা।

‘সারাদেশ’ : আরও খবর

» নিপা ভাইরাস: খেজুরের কাঁচারস ও বাদুড়ে খাওয়া আধাফল না খাওয়ার পরামর্শ

» ডিমলায় আনসার ক্যাম্পে দুই দফা সন্ত্রাসী তা-বে ৭ শতাধিক আসামির বিরুদ্ধে মামলা হলেও ৯ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

» ৪ বিভাগ ও ১২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা

» শ্রেষ্ঠ সমাজসেবা পদক পেলেন তারাগঞ্জের কর্মকর্তা

সম্প্রতি