নাটোর সদরের উত্তর বড়গাছা স্টেশন বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা জব্দ ও দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার বিকাল সাড়ে ৪টার তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৫ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সন্জয় কুমার সরকার।
তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলেও জানান তিনি।
পলিথিনে মোড়ানো ১৪ কেজি গাঁজার সঙ্গে ছয়টি মোবাইল, আটটি সিমকার্ডও জব্দ করা হয়েছে।
আটকরা হলেন, লালমনিরহাটের সাপটানার চান মিয়ার ছেলে মো. জাহিদুল হাসান উজ্জল (৪৫), তার স্ত্রী মোছা. লিপি (৪২) এবং একই এলাকার মো. শাহীন আলীর স্ত্রী মোছা. মুক্তা বেগম (৩০)।
সন্জয় কুমার সরকার বলেন, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পরিবহন ও বিক্রির জন্য হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা।
সারাদেশ: আদমদীঘিতে ভটভটি উল্টে দুইজন নিহত
ক্যাম্পাস: জকসু নির্বাচন স্থগিত
সারাদেশ: ঝিনাইদহের মাঠজুড়ে হলুদের গালিচা