বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা সপ্তম দফার ৪৮ ঘণ্টা হরতাল-আবরোধ বিরতির মধ্যে গাজীপুর নগরের সদর থানার ধীরাশ্রমের দাক্ষিণখান এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে দুপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. সামাদ জানান।
স্থানীয় এক ব্যক্তি সাংবাদিকদের বলেন, দুপুরের চার-পাঁচজন দাক্ষিণখান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা খালি একটি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সামাদ বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকাবাসী ট্রাকের আগুন নিভিয়ে ফেলে। এতে কেউ হতাহত হয়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মো. জিয়াউল ইসলাম জানান, ট্রাকে সড়কের পাশে দাঁড়ানো একটি ট্রাকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনাটি নাশকতা না যান্ত্রিক ত্রুটি, তা তদন্ত করা হচ্ছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সারাদেশ: চুনারুঘাটে অভিযানে গাঁজা জব্দ