মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে ৩ বছর বয়সী ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ফাতেমা (৩) কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের এনায়েতনগর গ্রামের মো. আল আমিন সরদারের মেয়ে। গত সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশু ফাতেমা একা খেলতে গিয়ে তার বাড়ির পাশের পুকুরে পড়ে যায়, পরে তাকে উদ্ধার করে দ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন। শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি খুবই দুঃখজনক।
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ
অপরাধ ও দুর্নীতি: ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন
সারাদেশ: সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি