চট্টগ্রামের রাউজানে অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এতে একটি অবৈধ ইট ভাটাকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। গত বুধবার বিকেলে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিল্পনগর সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে যৌথভাবে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএমএন জামিউল হিকমা ও রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম। রাউজান থানা পুলিশ ও রাউজান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অভিযানে সহযোগিতা করে। অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম বলেন, আমরা তিনটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছি। এদের মধ্যে ইট পোড়ানোর লাইসেন্স না থাকার কারণে হযরত জলিল শাহ (রহ.) ব্রিক্সকে এফবিবিকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করেছি। এই অভিযান চলমান থাকবে।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা