চট্টগ্রামের মীরসরাইয়ে জিয়াউল হাসান জুয়েল নামে এক যুবককে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত পৌনে ১০টায় উপজেলার মিঠানালা ইউনিয়নের নতুন রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই ইউনিয়নের হাদিমুছা এলাকার এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে। তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। পুলিশ ও এলাকাবাসী জানান, গত বুধবার রাতে দারোগারহাট বাজার থেকে বাড়ি ফেরার সময় দুবৃর্ত্তরা তাকে কুপিয়ে ও বুকে ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিছুদিন আগেও আধিপত্য বিস্তার ও ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে জুয়েলের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের ঝামেলা হয়েছিল। ওই ঘটনার জেরে তিনি খুন হতে পারেন বলে ধারণা করছে পুলিশ। মীরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসদু করিম রানা বলেন, জুয়েল ছাত্রলীগের কর্মী। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই। এ বিষয়ে মীরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ
অপরাধ ও দুর্নীতি: ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন
সারাদেশ: সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি