আরএমপিতে নানা অপরাধে আটক ১৭

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেট্রোপলিটন ও ডিবি পুলিশ ১২টি থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধ অভিযান চালিযে ১৭ জনকে আটক করেছে। গত শনিবার রাত থেকে গত রোববার সকাল পর্যন্ত এদের আটিক করা হয়। আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(মিডিয়া) মো. জামিরুল ইসলাম জানান বোয়ালিয়া মডেল থানা ২, রাজপাড়া থানা ২, চন্দ্রিমা থানা ১, মতিহার থানা ৩, কাটাখালী থানা ১, শাহমুকদুম থানা ৬ ও পবা থানা ২ জনকে আটক করেছে। যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৯ জনকে আটক করা হযেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।

‘সারাদেশ’ : আরও খবর

» যশোরে ৭৪টি অবৈধ কাঠের চুল্লি ভেঙে গুঁড়িয়ে দিলো প্রশাসন

» লামায় তামাক চাষের বিস্তার, হুমকির মুখে বন ও পরিবেশ

» ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

সম্প্রতি