image
সিরাজগঞ্জ : শীতের কাপড় বিকিকিনির ধুম -সংবাদ

শীতের শুরুতেই সিরাজগঞ্জে গরম কাপড় কেনার ধুম

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

শীতের শুরুতেই সিরাজগঞ্জে শীত না পড়লেও গরম কাপড় কেনার ধুম পরেছে। শহর ছাড়ারাও বিভিন্ন হাটে গরম কাপরের দোকান গুলিতে ক্রেতাদের ভীড় প্রতিদিনই বেড়ে চলেছে। সবাই সাধ্যের মধ্যে নিজেদের পছন্দ মত গরম কাপড় আগেভাগেই কিনছে। সিরাজগঞ্জ শহরের এস এস রোডসহ বিভিন্ন জায়গায় সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাতের দোকান গুলিতে ক্রেতাদের ভীড় থাকে। তবে বিকাল থেকে এই সব দোকানে ক্রেতাদের ভীড় বেশী হচ্ছে। গরম কাপড় কিনতে আসা আবু সাইদ জানান এবছর আগেই গরম কাপড় কিনতে এসেছি। শীত পরলে কাপড়ের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দামও বেড়ে যায়। তাই আগেই কিছতা কম দামে নিজেদের সহ ঠেলে মেয়েদের কাপড় কিনে রাখছি। কলেজ ছাত্রী ফারজানা জানান শীত পরলে কাপড়ের দাম বাড়ে তাছাড়া এখন কাপড় গ্রাহক কিছতা কম থাকায় পছন্দমত কাপড় বেছে কেনা যাচ্ছে। তাই আমরা কয়েক বান্ধবীসহ গরম কাপড় কিনছি। কাপড় বিকেওতা শাহজাহান আলী জানান এবছর আগেই গরম কাপর বিকওী শুরু হয়েছে ।

‘সারাদেশ’ : আরও খবর

» শিল্প-কৃষি-চিকিৎসাসমৃদ্ধ পলাশের ইতিকথা

» মিঠাপুকুরে চারজনকে ব্যাকডেটে নিয়োগ জালিয়াতির অভিযোগ

» জনস্বাস্থ্য ঝুঁকি কমাতে প্রবিধান দ্রুত কার্যকরের দাবিতে স্মারকলিপি

» গজারিয়ায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা উদ্ধার

সম্প্রতি