গৌরীপুরে ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী

বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

বাংলাদেশ স্কাউটস্ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার উদ্যোগে গত সোমবার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস্রে জাতীয় কমিশনার (গবেষণা ও মূল্যায়ন) মো. রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি ইউএনও ফৌজিয়া নাজনীন। সঞ্চালনা করেন মো. আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সম্পাদক দেয়ান কামরুল হাসান খান। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, ময়মনসিংহ অঞ্চলের কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম এলটি, প্রোগ্রাম চিপ বিদ্যুৎ কুমার নন্দী, এএলটি, উপজেলা কমিশনার মো. আমজাত হোসেন খান।

‘সারাদেশ’ : আরও খবর

» যশোরে বিধবা বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় ভাই খুন, দু’জন আটক

সম্প্রতি