alt

টানা বৃষ্টি, কমবে তাপমাত্রা, বাড়বে শীত

সংবাদ অনলাইন রিপোর্ট : বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

দিনভর বৃষ্টি, দুর্ভোগে রাজধানীবাসী। এই অবস্থায় ন্যায্যমূল্যে পণ্য কিনতে বৃষ্টিতে ভিজে টিসিবির ট্রাকের পেছনে দীর্ঘ অপেক্ষা। বৃহস্পতিবার শান্তিনগর থেকে তোলা -সোহরাব আলম

গত বুধবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিনভর বৃষ্টির পরও থামার লক্ষণ ছিল না, টিপটিপ করে ঝরছে তা দিনভর। ঢাকাসহ প্রায় সারাদেশেই চলছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, আবার কোথাও হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হয়েছে। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সারাদেশে বৃষ্টি ঝরছে, থেকে থেকে বয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস। লঘুচাপটি দুর্বল হয়ে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও এর আশে পাশের এলাকায় অবস্থান করছে।

বিশেষজ্ঞদের মত, আগামীকাল শুক্রবার সকাল থেকে বা একটু বেলা বাড়লেই বৃষ্টি বন্ধ হয়ে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে। বর্তমানে এটি গুরুত্বহীন মনে করছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পূর্ব-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তারা আরও জানায়, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে আকাশে যে সঞ্চারণশীল মেঘের সৃষ্টি হয়েছিল তারই প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। শুক্রবার (আজ) বৃষ্টি কিছুটা কমে আসতে পারে। অধিদপ্তরের পক্ষ থেকে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার কথাও বলা হয়েছে।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির কারণে নদীবন্দর গুলোকে ১ নম্বর সতর্ক সংকেত আগের মতোই দেখাতে বলা হয়েছে।

তবে আকাশ মেঘলা থাকবে। টানা বৃষ্টির কারণে কমবে দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘আগামীকাল (আজ) সকালের মধ্যে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কেবল রাতের তাপমাত্রা কমে যেতে পারে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।’

তবে, আগামী ১০ ডিসেম্বর থেকে ক্রমান্বয়ে তাপমাত্রা ‘কমতে শুরু করবে’ বলে জানান এই আবহাওয়াবিদ।

তিনি বলেন,‘আমরা মনে করছি, তাপমাত্রা কমতে কমতে চলতি মাসে একবার অথবা দুবার দেশের কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। এটি ডিসেম্বরের শেষ ভাগে হওয়ার সম্ভাবনা বেশি।’

আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, এই বৃষ্টির ধারা আগামীকাল (আজ) সারাদেশে বর্ষিত হবে। শনিবার থেকে বৃষ্টি কমে আসবে। সম্ভবত রোববার থেকে মেঘ কেটে মুখ দেখাবে সূর্য। ধরণি রোদের স্পর্শ পেলেও শুরু হবে শীতের প্রভাব। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে যাবে। বৃষ্টির সম্ভাবনা তারপর আপাতত নেই। তাপমাত্রা ক্রমেই কমতে কমতে জেঁকে বসবে শীত।

মাসের শেষ ভাগে ‘শৈত্যপ্রবাহ’

সাধারণত জুন-জুলাই মাসে প্রচুর বৃষ্টি হয়। এবার বাংলাদেশে এই দুই মাসে বৃষ্টির পরিমাণ ছিল তুলনামূলক কম। অক্টোবর-নভেম্বরের বেশি বৃষ্টি হয়েছে। অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, অক্টোবরে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৩৫ দশমিক এক শতাংশ বেশি বৃষ্টি হয়েছিল। নভেম্বরে চার বিভাগে বৃষ্টি বেশি হওয়ায় সার্বিকভাবে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৬৫ দশমিক আট শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।

বর্ষার অস্বাভাবিক আচরণে এবার শীত প্রায় স্থিতিশীল থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ‘এবার শুরু থেকেই বর্ষার আচরণ আনইউজুয়াল। সেই কারণে আমরা মনে করছি, শীত যেমন পড়ার কথা তেমন পড়বে না। তাপমাত্রা কিছুটা বেশি থাকবে।’

এবার শীত খানিকটা দেরিতেই আসছে। কেন? আবদুর রহমান জানান, কারণ এই শক্তিশালী মিগজাউম। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবেই আবহাওয়ায় শীতের প্রভাব কম পড়েছে। এখন ঘূর্ণিঝড়ের প্রভাব কমতে কমতে শেষ হয়ে যাবে এবং প্রবল হয়ে উঠবে শীত।

আবহাওয়া অধিদপ্তর তাদের দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে জানিয়েছে, চলতি মাসের শেষ ভাগেই কোথাও কোথাও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। অর্থাৎ তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আবুল কালাম মল্লিক বলেন, ‘ডিসেম্বরে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে।’

‘মিগজাউম’ নামটি মায়ানমারের দেয়া। এটি একটি বর্মি শব্দ। গত ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছিল। সেটি ক্রমেই ঘনীভূত হয়ে ২ ডিসেম্বর নিম্নচাপে এবং পরের দিন ৩ ডিসেম্বর গভীর নিম্নচাপে রূপ নিয়ে দক্ষিণ বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় ধেয়ে আসে। রূপ নেয় মিগজাউম নামের ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড়টি এখন দুর্বল হয়ে পড়েছে। আবহাওয়া বিভাগ বলছে, মিগজাউম এখন ভারতের উত্তর অন্ধ্র প্রদেশের দিকে সরে গেছে। আর গুরুত্বহীন হয়ে পড়েছে। তবে তার প্রভাব যে একেবারে কাটেনি, তার প্রমাণ মিলছে এই মেঘ-বৃষ্টিতে।

বৃষ্টিতে রাজধানীতে যানজট-ভোগান্তি, রিকশা সিএনজির ভাড়া দ্বিগুণ

বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীতে পড়ছে গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে নগরবাসীর জীবনে বাড়তি দুর্ভোগ যোগ হয়েছে। এসব কারণে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসমুখী লোকজন ও স্কুলগামী শিক্ষার্থীদের। অবরোধের কারণেও রাজধানীর কিছু পয়েন্টে যানজট দেখা গেছে। রাজধানীর বাংলামোটর, শাহবাগ, সায়েন্স ল্যাব, বিজয় সরণি ও আসাদগেট পয়েন্টে বাড়তি যানবাহনের চাপ দেখা গেছে। এসব রাস্তায় চলাচল করা যাত্রীদের যানজট ঠেলে বৃষ্টিতে কাঁকভেজা হয়ে গন্তব্যে পৌঁছাতে হয়েছে।

কল্যাণপুর থেকে মৎস্য ভবন আসা তরিকুল সুমন বলেন, বৃষ্টির জন্য কিছু জায়গায় গাড়ি চলেছে ধীরগতিতে। যখন সাইন্স ল্যাবে আধা ঘণ্টা বসে থাকতে হয়েছে। একারণে সাহাবাগে ঢুকতে দীর্ঘ সময় লেগেছে।

এছাড়া বৃষ্টিতে যারা রিকশায় চড়ে কিংবা ছাতা মাথায় দিয়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন তাদেরও ভোগান্তির কমতি নেই। বৃষ্টিতে সিএনজি, রিকশায় অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। শাহবাগ থেকে নিউমার্কেট যাবেন লুবনা ইসলাম। এই পথে ভাড়া সর্বোচ্চ ৪০ টাকা হলেও আজ নিচ্ছে ৭০ থেকে ১০০ টাকা। তিনি বলেন, ‘একটু বৃষ্টি হলেই ভোগান্তি আমাদের। কিছু রিকশাচালক, সিএনজিচালক পেয়ে বসে। অতিরিক্ত ভাড়া নেয়।’

প্রতিদিন ধানমন্ডি থেকে কারওয়ান বাজার রিকশায় যাতায়াত করেন লোপা রহমান। তিনি জানান, স্বাভাবিক সময়ে ভাড়া ১০০ টাকা হলেও আজ দ্বিগুণ ভাড়া ২০০ টাকা দিয়ে এসেছেন।

অন্যদিকে আশপাশে যাত্রী তুলছে না রিকশা চালকরা। একটু দূরের লোকজন ছাড়া যাত্রী তুলতে চাইছেন না তারা। কারণ হিসেবে তারা বলছেন, দূরের ভাড়া বেশি, তাই পরিবহন সংকট থাকাকালীন কাছের যাত্রী না তুলে তার দূরের যাত্রী নিচ্ছেন।

এ বিষয়ে রিকশাচালক সবুজ মিয়া সংবাদকে বলেন, ‘অবরোধ আর বৃষ্টির কারণে সকাল থেকে সড়কে বাস অল্প। দলে দলে যাত্রীরা রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু বাস পাচ্ছে না। তাই সবাই রিকশাতেই যাচ্ছে। এ সুযোগে আমরাও দূরের যাত্রী নিচ্ছি, কারণ দূরে ভাড়া বেশি।’

সড়কে বাড়তি যানবাহনের চাপ নিয়ে দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তা নিউটন বলেন, বৃষ্টির জন্য দুপুরের দিকে সড়কে যানবাহনের কিছুটা চাপ ছিল। দুপুরে যানজট থাকলেও এখন তেমন গাড়ির চাপ নেই। বৃষ্টির জন্য কিছু কিছু জায়গায় গাড়ি ধীরগতি হয়েছে।

ছবি

প্রেমিকাকে ভিডিও কলে রেখে এমসি কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

ছবি

চট্টগ্রাম মহানগরীতে পাওনা টাকা চাইতে গিয়ে যুবক খুন

ছবি

তাহিরপুর সীমান্তে বিএসএফের হাতে তিন বাংলাদেশি আটক

ছবি

কাতালগঞ্জে ব্যক্তি মালিকানা জায়গায় সাইনবোর্ড সাঁটিয়ে প্রতিপক্ষের হয়রানি

ছবি

হারিয়ে যাচ্ছে শ্রীমঙ্গলের বিলাস নদী

ছবি

নুরাল পাগলার দরবারে হামলার দুই মাস পর আদালতে নতুন মামলা

ছবি

মামলা করায় নারী শিল্পীকে মারধর, মুখে কালি ও চুল কেটে নির্যাতন

ছবি

পাচার হচ্ছে বিরল প্রজাতির লেমুরসহ বণ্যপ্রাণী, সঙ্গে যাচ্ছে কচ্ছপের হাড়ও

ছবি

মালয়েশিয়া কেড়ে নিলো ১৮ বছর, ফিরে দেখেন স্ত্রী অন্য সংসারে, বাবা-মা পরপারে

ছবি

শনিবার ভয়াল সিডর দিবস, এখনও সিডরের ক্ষত উপকূলে

ছবি

শুক্রবার ও বিভিন্ন জায়গায় পোড়ানো হয় যানবাহন

ছবি

রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় মামলা

ছবি

সিরাজগঞ্জে জমে উঠেছে মানুষ বিক্রির হাট

ছবি

বিপন্ন প্রজাতির ছাতিম ফুলের তীব্র ঘ্রাণে বিমোহিত পথচারী

ছবি

মধুপুর গড়ের লাল মাটিতে কমলা চাষ

ছবি

ঘুষ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষা কর্মকর্তার ডিমোশন

ছবি

লাখাই উপজেলায় আমন ধান ঘরে তোলার অপেক্ষায়

ছবি

বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক যাত্রীদের ভোগান্তির শেষ নেই

ছবি

ঝুলে যাচ্ছে চট্টগ্রাম চেম্বার নির্বাচন, এবার বাদীকে আদালত অবমাননার নোটিশ

বাগেরহাটে সামাজিক জবাবদিহিতার টুলস বিষয়ক প্রশিক্ষণ

বাগেরহাটের মোল্লাহাটে এগ্রো ফার্মে চুরি

ছবি

গোয়ালন্দে যৌন উত্তেজক ঔষধ খেয়ে যুবকের মৃত

ছবি

গজারিয়ায় জনবল ঔষধ ও উপকরণ সংকটে পরিবার পরিকল্পনা সেবা ব্যাহত

ছবি

৩৮ বছরেও নেই অগ্রগতি, উদ্যোক্তা সংকটে ধুঁকছে লালমনিরহাটের বিসিক শিল্পনগরী

ছবি

কক্সবাজারের হোটেল কক্ষে পর্যটকের মৃতদেহ উদ্ধার

ছবি

টঙ্গীবাড়ীতে কাঠের পুল ভেঙে দেওয়ার অভিযোগ

ছবি

ডিমলায় ভূমি দস্যদের অবৈধ দখলে নিশ্চিহ্ন হতে বসেছে নদীগুলো

ছবি

কলারোয়ায় নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি

ছবি

অল্পের জন্য রক্ষা শতশত মানুষের প্রাণ

ঘুষ নিয়েও নথির দিতে অস্বীকার : সেবাগ্রহীতাকে মারধর

চট্টগ্রামে প্রতারণার মামলায় ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

উলিপুরে হাতিয়া গণ-হত্যা দিবস পালিত

চান্দিনায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

নাজিরপুরে গাজাঁসেবির ৬ মাসের কারাদণ্ড

ছবি

নড়াইলে স্বেচ্ছাসেবকদলের নেতা মাসুদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

tab

টানা বৃষ্টি, কমবে তাপমাত্রা, বাড়বে শীত

সংবাদ অনলাইন রিপোর্ট

দিনভর বৃষ্টি, দুর্ভোগে রাজধানীবাসী। এই অবস্থায় ন্যায্যমূল্যে পণ্য কিনতে বৃষ্টিতে ভিজে টিসিবির ট্রাকের পেছনে দীর্ঘ অপেক্ষা। বৃহস্পতিবার শান্তিনগর থেকে তোলা -সোহরাব আলম

বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

গত বুধবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিনভর বৃষ্টির পরও থামার লক্ষণ ছিল না, টিপটিপ করে ঝরছে তা দিনভর। ঢাকাসহ প্রায় সারাদেশেই চলছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, আবার কোথাও হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হয়েছে। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সারাদেশে বৃষ্টি ঝরছে, থেকে থেকে বয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস। লঘুচাপটি দুর্বল হয়ে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও এর আশে পাশের এলাকায় অবস্থান করছে।

বিশেষজ্ঞদের মত, আগামীকাল শুক্রবার সকাল থেকে বা একটু বেলা বাড়লেই বৃষ্টি বন্ধ হয়ে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে। বর্তমানে এটি গুরুত্বহীন মনে করছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পূর্ব-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তারা আরও জানায়, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে আকাশে যে সঞ্চারণশীল মেঘের সৃষ্টি হয়েছিল তারই প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। শুক্রবার (আজ) বৃষ্টি কিছুটা কমে আসতে পারে। অধিদপ্তরের পক্ষ থেকে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার কথাও বলা হয়েছে।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির কারণে নদীবন্দর গুলোকে ১ নম্বর সতর্ক সংকেত আগের মতোই দেখাতে বলা হয়েছে।

তবে আকাশ মেঘলা থাকবে। টানা বৃষ্টির কারণে কমবে দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘আগামীকাল (আজ) সকালের মধ্যে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কেবল রাতের তাপমাত্রা কমে যেতে পারে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।’

তবে, আগামী ১০ ডিসেম্বর থেকে ক্রমান্বয়ে তাপমাত্রা ‘কমতে শুরু করবে’ বলে জানান এই আবহাওয়াবিদ।

তিনি বলেন,‘আমরা মনে করছি, তাপমাত্রা কমতে কমতে চলতি মাসে একবার অথবা দুবার দেশের কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। এটি ডিসেম্বরের শেষ ভাগে হওয়ার সম্ভাবনা বেশি।’

আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, এই বৃষ্টির ধারা আগামীকাল (আজ) সারাদেশে বর্ষিত হবে। শনিবার থেকে বৃষ্টি কমে আসবে। সম্ভবত রোববার থেকে মেঘ কেটে মুখ দেখাবে সূর্য। ধরণি রোদের স্পর্শ পেলেও শুরু হবে শীতের প্রভাব। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে যাবে। বৃষ্টির সম্ভাবনা তারপর আপাতত নেই। তাপমাত্রা ক্রমেই কমতে কমতে জেঁকে বসবে শীত।

মাসের শেষ ভাগে ‘শৈত্যপ্রবাহ’

সাধারণত জুন-জুলাই মাসে প্রচুর বৃষ্টি হয়। এবার বাংলাদেশে এই দুই মাসে বৃষ্টির পরিমাণ ছিল তুলনামূলক কম। অক্টোবর-নভেম্বরের বেশি বৃষ্টি হয়েছে। অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, অক্টোবরে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৩৫ দশমিক এক শতাংশ বেশি বৃষ্টি হয়েছিল। নভেম্বরে চার বিভাগে বৃষ্টি বেশি হওয়ায় সার্বিকভাবে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৬৫ দশমিক আট শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।

বর্ষার অস্বাভাবিক আচরণে এবার শীত প্রায় স্থিতিশীল থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ‘এবার শুরু থেকেই বর্ষার আচরণ আনইউজুয়াল। সেই কারণে আমরা মনে করছি, শীত যেমন পড়ার কথা তেমন পড়বে না। তাপমাত্রা কিছুটা বেশি থাকবে।’

এবার শীত খানিকটা দেরিতেই আসছে। কেন? আবদুর রহমান জানান, কারণ এই শক্তিশালী মিগজাউম। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবেই আবহাওয়ায় শীতের প্রভাব কম পড়েছে। এখন ঘূর্ণিঝড়ের প্রভাব কমতে কমতে শেষ হয়ে যাবে এবং প্রবল হয়ে উঠবে শীত।

আবহাওয়া অধিদপ্তর তাদের দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে জানিয়েছে, চলতি মাসের শেষ ভাগেই কোথাও কোথাও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। অর্থাৎ তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আবুল কালাম মল্লিক বলেন, ‘ডিসেম্বরে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে।’

‘মিগজাউম’ নামটি মায়ানমারের দেয়া। এটি একটি বর্মি শব্দ। গত ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছিল। সেটি ক্রমেই ঘনীভূত হয়ে ২ ডিসেম্বর নিম্নচাপে এবং পরের দিন ৩ ডিসেম্বর গভীর নিম্নচাপে রূপ নিয়ে দক্ষিণ বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় ধেয়ে আসে। রূপ নেয় মিগজাউম নামের ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড়টি এখন দুর্বল হয়ে পড়েছে। আবহাওয়া বিভাগ বলছে, মিগজাউম এখন ভারতের উত্তর অন্ধ্র প্রদেশের দিকে সরে গেছে। আর গুরুত্বহীন হয়ে পড়েছে। তবে তার প্রভাব যে একেবারে কাটেনি, তার প্রমাণ মিলছে এই মেঘ-বৃষ্টিতে।

বৃষ্টিতে রাজধানীতে যানজট-ভোগান্তি, রিকশা সিএনজির ভাড়া দ্বিগুণ

বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীতে পড়ছে গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে নগরবাসীর জীবনে বাড়তি দুর্ভোগ যোগ হয়েছে। এসব কারণে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসমুখী লোকজন ও স্কুলগামী শিক্ষার্থীদের। অবরোধের কারণেও রাজধানীর কিছু পয়েন্টে যানজট দেখা গেছে। রাজধানীর বাংলামোটর, শাহবাগ, সায়েন্স ল্যাব, বিজয় সরণি ও আসাদগেট পয়েন্টে বাড়তি যানবাহনের চাপ দেখা গেছে। এসব রাস্তায় চলাচল করা যাত্রীদের যানজট ঠেলে বৃষ্টিতে কাঁকভেজা হয়ে গন্তব্যে পৌঁছাতে হয়েছে।

কল্যাণপুর থেকে মৎস্য ভবন আসা তরিকুল সুমন বলেন, বৃষ্টির জন্য কিছু জায়গায় গাড়ি চলেছে ধীরগতিতে। যখন সাইন্স ল্যাবে আধা ঘণ্টা বসে থাকতে হয়েছে। একারণে সাহাবাগে ঢুকতে দীর্ঘ সময় লেগেছে।

এছাড়া বৃষ্টিতে যারা রিকশায় চড়ে কিংবা ছাতা মাথায় দিয়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন তাদেরও ভোগান্তির কমতি নেই। বৃষ্টিতে সিএনজি, রিকশায় অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। শাহবাগ থেকে নিউমার্কেট যাবেন লুবনা ইসলাম। এই পথে ভাড়া সর্বোচ্চ ৪০ টাকা হলেও আজ নিচ্ছে ৭০ থেকে ১০০ টাকা। তিনি বলেন, ‘একটু বৃষ্টি হলেই ভোগান্তি আমাদের। কিছু রিকশাচালক, সিএনজিচালক পেয়ে বসে। অতিরিক্ত ভাড়া নেয়।’

প্রতিদিন ধানমন্ডি থেকে কারওয়ান বাজার রিকশায় যাতায়াত করেন লোপা রহমান। তিনি জানান, স্বাভাবিক সময়ে ভাড়া ১০০ টাকা হলেও আজ দ্বিগুণ ভাড়া ২০০ টাকা দিয়ে এসেছেন।

অন্যদিকে আশপাশে যাত্রী তুলছে না রিকশা চালকরা। একটু দূরের লোকজন ছাড়া যাত্রী তুলতে চাইছেন না তারা। কারণ হিসেবে তারা বলছেন, দূরের ভাড়া বেশি, তাই পরিবহন সংকট থাকাকালীন কাছের যাত্রী না তুলে তার দূরের যাত্রী নিচ্ছেন।

এ বিষয়ে রিকশাচালক সবুজ মিয়া সংবাদকে বলেন, ‘অবরোধ আর বৃষ্টির কারণে সকাল থেকে সড়কে বাস অল্প। দলে দলে যাত্রীরা রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু বাস পাচ্ছে না। তাই সবাই রিকশাতেই যাচ্ছে। এ সুযোগে আমরাও দূরের যাত্রী নিচ্ছি, কারণ দূরে ভাড়া বেশি।’

সড়কে বাড়তি যানবাহনের চাপ নিয়ে দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তা নিউটন বলেন, বৃষ্টির জন্য দুপুরের দিকে সড়কে যানবাহনের কিছুটা চাপ ছিল। দুপুরে যানজট থাকলেও এখন তেমন গাড়ির চাপ নেই। বৃষ্টির জন্য কিছু কিছু জায়গায় গাড়ি ধীরগতি হয়েছে।

back to top