image
ফরিদপুর : অসময়ের বৃষ্টিতে জমিতে পানি জমে নষ্ট হচ্ছে পেঁয়াজ বীজ -সংবাদ

বৃষ্টিতে পেঁয়াজ জমিতে পানি, দুঃশ্চিন্তায় চাষি

শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
প্রতিনিধি, ফরিদপুর

নিম্মচাপ মিগজাউমের প্রভাবে কয়েক দিনের টানা বৃষ্টির কারণে ফরিদপুরের নগরকান্দায় ও সালথায় পিয়াজ চাষের জমিতে পানি জমে যাওয়ায় চাষিরা বিপাকে পড়ে গেছে। সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, ইতোমধ্যে পিয়াজের চারা (হালি) লাগানোর জন্য যে সবাই জমি প্রস্তুত করা হয়েছে সে সবাই জমিতে পানি জমে থাকার কারণে সেই জমিতে এই মুহূর্তে আর পিয়াজের চারা লাগানো সম্ভব হবেনা। এমনকি এক সপ্তাহের মধ্যেও সেটা সম্ভব হবে না। নগরকান্দা ও সালথার পিয়াজ চাষীরা জানান, আমরা জমিতে পেঁয়াজ চাষ করবো। তার মধ্যে বৃহস্পতিবার প্রথম দিন শুরু করার দিন ছিলো কিন্তু বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ায় সেটা সম্ভব হয় নাই। এখন আবহাওয়া কয়দিন খারাপ থাকবে তাতো বলতে পারছি না। এই বৃষ্টির কারণে আমাদের এলাকায় পিয়াজ চাষীদের অনেক ক্ষতি হয়েছে। আবার অনেকের পিয়াজের হালির ও ক্ষতি হয়েছে। এখন বেশ কয়েকদিন পিছিয়ে যাবে পেয়াজের হালি লাগাতে। উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ জানান, বৃষ্টির কারণে পেয়াজের বীজ তলায় পানি জমেছে। প্রথম কাজ হবে বীজতলা হতে পানি বের করে দেয়া। তা না হলে হালির ক্ষতি হবে। আবহাওয়া অধিদপ্তরের খবরে বলা হয়েছে শনিবার আবহাওয়া স্বাভাবিক হবে। সেই হিসেবে আগামী এক সপ্তাহের মধ্যেই পেঁয়াজের চারা লাগাতে পারবে পেয়াজ চাষীরা।

‘সারাদেশ’ : আরও খবর

» চাকরি স্থায়ী হচ্ছে না চট্টগ্রাম ওয়াসার কর্মচারীদের, কাফনের কাপড় পরে বিক্ষোভ

» পীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

» র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

» ডেঙ্গু: আরও ৪১১ জন ভর্তি, মৃত্যু ৩

» পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সম্প্রতি