ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে যে সাতজন মারা গেছে, তাদের মধ্যে ঢাকায় চারজনের মৃত্যু হয়েছে। ঢাকার বাইরে মৃত্যু হয়েছে তিনজনের।
আরও জানানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬৫০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় মারা গেছে ৯৫৩ জন এবং ঢাকার বাইরের এ সংখ্যা ৬৯৭।
গত একদিনে সারাদেশে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন জেলায় রোগীর সংখ্যা ১৮৭, ঢাকায় ভর্তি হয়েছে ৬৪ জন রোগী।
অর্থ-বাণিজ্য: নির্বাচনের প্রার্থীদের জন্য শনিবার সব ব্যাংক খোলা থাকবে