যৌন প্রজনন, স্বাস্থ্য সুরক্ষা এবং সমন্বিত যৌনতা শিক্ষা সম্পর্কে প্রবন্ধ ও সচিত্র প্রতিবেদন তৈরির দক্ষতা উন্নয়নে নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে ইয়ুথদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বয়:সন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তনের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এছাড়াও যৌন প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আলোচনা গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে হবে। এক্ষেত্রে সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে যৌন প্রজনন ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সবাইর মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা