কিশোরগঞ্জের ভৈরবে শেয়ালের কামড়ে ১৪ জন আহত হয়েছেন। তাদের মধ্য সোয়েব মোল্লা নামে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মহাখালী হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বৃহস্পতিবার থেকে শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত উপজেলা ও পৌর শহরের বিভিন্ন এলাকায় থেকে ১৪ জন রোগী শেয়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
শিয়ালের কামড়ে আহতরা হলেন- পৌর শহরের চন্ডিবের এলাকার সোয়োব মোল্লা (৫০), কাজী আল আমিন (৪১), শুভ (২৪), আলম (২১),তমাল খা (২৩), চন্ডিবের, অনিক মোল্লা (২৫), পুলতাকান্দা এলাকার সোলেয়মান (৩৬), ভৈরবপুর গ্রামের আরমান (২৬),মধ্যচর গ্রামের সোহেলা বেগম (৩০), রুবেল (২৮), ফরিদ মিয়া (৪৩), জামালপুর গ্রামের মোশারফ (৩৫), এছাড়া পাশ্ববর্তী রায়পুরা উপজেলার তানভীর (২৬),উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রবিন মিয়া (১৯)।
আন্তর্জাতিক: পাকিস্তানকে আরও ১২০ কোটি ডলার ঋণ দিল আইএমএফ
আন্তর্জাতিক: মদ বিক্রি শুরু করলো সৌদি আরব
আন্তর্জাতিক: ভারতের বৃহত্তম এয়ারলাইনে যেভাবে ধস নামলো