মায়ানমারের গোলায় হতাহতদের পাশে বিজিবি

সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
জেলা বার্তা পরিবেশক, কক্সবাজার

মিয়ানমারের ছোড়া মর্টারশেলের গোলা, গ্রেনেড বিস্ফোরণে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজিবি।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে হতাহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী।

এক বার্তায় ৩৪ বিজিবি জানায়, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জের ধরে মায়ানমার থেকে ছোড়া মর্টারশেল ও গ্রেনেড বিস্ফোরণে বাংলাদেশি এক নারী নিহত এবং কয়েকজন আহত হন। জানা যায়, নিহত ও আহতদের পরিবারের সবাই অসহায় ও হতদরিদ্র। আহতদের অনেকেই অর্থাভাবে যথার্থ চিকিৎসা করাতে পারছেন না। এমনকি এখনও পর্যন্ত তাদের পাশে এসে কেউ দাঁড়ায়নি।

এ খবরে বিজিবি মহাপরিচালকের নির্দেশে গতকাল রোববার কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী আহত আনোয়ারুলকে দেখতে কক্সবাজার সদর হাসপাতালে যান।

তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন।

পরে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী এলাকার নিহত নারীর আহত ২ নাতি-নাতনিকে দেখতে যান। তাদের খোঁজখবর নেন এবং বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে নগদ ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেন।

‘সারাদেশ’ : আরও খবর

» ডিমলায় জমিসংক্রান্ত ঘটনায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

» কুষ্টিয়ায় নির্বাচন কার্যালয়ে আগুন

» ক্ষেতলালে উপজেলা সমাজসেবা অফিসারের কক্ষ থেকে সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্প্রতি