image

ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

রোববার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়‘ভাতিজার লাঠির আঘাতে’ চাচা নিহত হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার আনেহলা ইউনিয়নের ডাকিয়া পুটল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মকবুল হোসেন বাদশা (৭০) ওই এলাকার বাসিন্দা। তাকে হত্যার অভিযোগে ভাতিজা ইয়াসিন ইসলাম করিমকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

ঘাটাইল থানার ওসি আবু ছালাম মিয়া জানান মকবুলের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ছিল ভাতিজা করিমের। রোববার দুপুরে মকবুল বাড়িতে কাজ করছিলেন। এ সময় করিম পেছন থেকে লাঠি দিয়ে চাচা মকবুলের মাথায় আঘাত করেন।

“এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা করিমকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার ও করিমকে গ্রেপ্তার করে।”

ওসি আবু ছালাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে; একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

‘সারাদেশ’ : আরও খবর

» অপহরণ মামলার সূত্র ধরে মাথাবিহীন লাশের রহস্য উদ্ঘাটন

» চান্দিনায় হাত-পা-মুখ বেঁধে সাত বছরের শিশুকে ধর্ষণ

» পটুয়াখালীর বাউফলে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

» ট্রেনে নাশকতার দুই মামলায় গ্রেপ্তার ৩ জন

» বুধবার অতিরিক্ত ট্রেন চলাচল করবে: মেট্রোরেল কর্তৃপক্ষ

» নিকলী হাওড়: প্রাকৃতিক সৌন্দর্য ও মৎসসম্পদের সুরক্ষা জরুরি

সম্প্রতি