টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়‘ভাতিজার লাঠির আঘাতে’ চাচা নিহত হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার আনেহলা ইউনিয়নের ডাকিয়া পুটল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মকবুল হোসেন বাদশা (৭০) ওই এলাকার বাসিন্দা। তাকে হত্যার অভিযোগে ভাতিজা ইয়াসিন ইসলাম করিমকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
ঘাটাইল থানার ওসি আবু ছালাম মিয়া জানান মকবুলের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ছিল ভাতিজা করিমের। রোববার দুপুরে মকবুল বাড়িতে কাজ করছিলেন। এ সময় করিম পেছন থেকে লাঠি দিয়ে চাচা মকবুলের মাথায় আঘাত করেন।
“এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা করিমকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার ও করিমকে গ্রেপ্তার করে।”
ওসি আবু ছালাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে; একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিজ্ঞান ও প্রযুক্তি: ‘সিইও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করলো বাংলালিংকের প্রধান নির্বাহী
বিজ্ঞান ও প্রযুক্তি: নগদের মাধ্যমে মেট্রোরেলের কার্ড রিচার্জ সুবিধা
বিজ্ঞান ও প্রযুক্তি: ২০২৫ সালে পছন্দের তালিকায় ইনফিনিক্সের যেসব স্মার্টফোন
সারাদেশ: বরুড়ায় কৃষি উপকরণ বিতরণ