বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং মদিনা টেক লিমিটেড এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান আজ (২০ ফেব্রুয়ারি) বারি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর পক্ষে পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো. তারিকুল ইসলাম এবং মদিনা টেক লিমিটেড এর পক্ষে প্রতিষ্ঠাতা ও সিইও মদিনা আলী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. আশরাফ উদ্দিন আহমেদ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. নির্মল কুমার দত্ত, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ) ড. মো. মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও বারি’র বিভিন্ন কেন্দ্র ও বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক: প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক
আন্তর্জাতিক: বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না
অর্থ-বাণিজ্য: রমজান উপলক্ষে দ্রব্যমূল্য পর্যালোচনা সভা ১৯ জানুয়ারি
অর্থ-বাণিজ্য: সোনার দাম আবার বাড়ছে