image

বরিশালে নিজের ফাঁদে প্রাণ গেল কৃষকের

বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

বরিশালের উজিরপুরে ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত কৃষক গৌরাঙ্গ হালদার (৫০) ওই গ্রামের যুদিষ্ঠী হালদারের ছেলে।

জল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য উপেন সরকার বলেন, ইঁদুরে ইরি ধানক্ষেত নষ্ট করে ফেলে। তাই ইঁদুর তাড়াতে ধানক্ষেতে চিকন খোলা তার বা ‘গুনা’য় বিদ্যুতের সংযোগ দেন কৃষক গৌরাঙ্গ হালদার।

ভোরে সকালে কতটি ইঁদুর মারা গেছে দেখতে যান তিনি । কিন্তু ভুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই গুনায় হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।”

পরে স্থানীয়রা উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উজিরপুর থানার ওসি জাফর আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের করার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

‘সারাদেশ’ : আরও খবর

» খুলনায় লেদ থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ৩

» যশোরে বাবার সামনে ছুরি মেরে রিকশাচালককে খুন

সম্প্রতি