নরসিংদীতে কভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার উপজেলার মনোহরদী বাসস্ট্যান্ড গরু বাজার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ১৮ বছর বয়সী সোহাগ মিয়া উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী গ্রামের অহিদ উদ্দিনের ছেলে এবং নরসিংদী প্রেসিডেন্সি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
মনোহরদী থানার ওসি মো. আবুল কাশেম ভূইয়া বলেন, “এসএসসি পরীক্ষার্থী ছোট বোনকে পরীক্ষার কেন্দ্রে নামিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সোহাগ। পথে তার সামনে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাকে পাশ কাটানোর চেষ্টা করেন।
“এ সময় সোহাগ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যানের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন কভার্ডভ্যানটি আটক করে।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে জানিয়ে এ কর্মকর্তা বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। কভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
রাজনীতি: দেড় দশকে সর্বনিম্ন নারী প্রার্থী
শোক ও স্মরন: সাংবাদিক প্রশান্ত ঘোষাল মারা গেছেন
অপরাধ ও দুর্নীতি: অভিনেত্রী ঊর্মিলাসহ তিনজনের সম্পদের হিসাব চায় দুদক
অপরাধ ও দুর্নীতি: স্ত্রী-সন্তানসহ আছাদুজ্জামান মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ