image

প্রথমবারের মতো ভারত থেকে এলো ৫০ মেট্রিক টন নারিকেল

প্রতিনিধি, দিনাজপুর (হিলি)

প্রথমবারের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে নারিকেল আমদানি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ভারতীয় দুই ট্রাকে ৫০ মেট্রিক টন নারিকেল আমদানি করা হয়েছে।

হিলি স্থলবন্দরের মেসার্স নাসাত টেড্রার্স নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের মহারাষ্ট্রের তামিলনাড়ু থেকে নারকেলগুলো আমদানি করেছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক নুর ইসলাম বলেন, বাংলাদেশে নারিকেলের চাহিদা থাকায় ভারতের তামিলনাড়ু থেকে দুই ট্রাকে ৫০ মেট্রিক টন নারিকেল আমদানি করি। বন্দরের কার্যক্রম শেষে এসব নারিকেল দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

» ২০২৫ সালে সড়কে মৃত্যুর ৩৬% মোটরসাইকেল দুর্ঘটনা

সম্প্রতি