নির্বিচারে শীতলক্ষ্যা নদীর পাড়ের গাছ কাটার প্রতিবাদে শীতলক্ষ্যা পাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসীর উদ্যোগে গাছের জন্য ইন্সটলেশন ও পারফর্ম আর্ট অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪ টায় শহরের ৩নম্বর ঘাট সংলগ্ন কাটা বটগাছের সামনে পারফর্ম করে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিল্পীরা।
আন্দোলনের সমন্বয়কারী কবি আরিফ বুলবুল বলেন, গত একুশে ফেব্রুয়ারির পর থেকে আমরা ৩নং ঘাটের গাছ রক্ষার জন্য ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে যাচ্ছি। আমরা ইতিমধ্যে প্রতিবাদী কর্মসূচির পাশাপাশি সংশ্লিষ্ট পাঁচটি দপ্তরে স্মারকলিপি দিয়েছি। সামনের দিনেও আমাদের কর্মসূচি চলমান থাকবে। আমাদের বক্তব্য খুব স্পষ্ট। অবিলম্বে গাছ কাটার এই উদ্যোগ থেকে কর্তৃপক্ষকে সরে আসতে হবে। প্রকল্পের পরিকল্পনা সংশোধন করতে হবে। যে গাছগুলো ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে তার ক্ষতিপূরণ বাবদ নতুন চারাগাছ রোপণ করতে হবে। নয়তো আমরা আগামীতে বৃহত্তর কর্মসূচির দিকে যাবো।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়কারী কবি আরিফ বুলবুল, সদস্য সচিব শুভ দেব, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, আলোকচিত্র শিল্পী জয় কে রায় চৌধুরী, সংস্কৃতি কর্মী রঞ্জিত কর্মকার, সাংবাদিক আফজাল হোসেন পন্টি, হাসান উল রাকিব, খেলাঘরের সংগঠক ফারুক মহসিন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সভাপতি ফারহানা মুনা, প্রতিবেশ আন্দোলন জেলার সংগঠক রায়হান জামান, চারুকলার শিক্ষার্থী সজিব ঘোষ।
কবিতা আবৃতি করেন কবি আহমেদ বাবলু, শুক্কুর মাহমুদ জুয়েল, জহিরুল ইসলাম মিন্টু।
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            সোমবার, ০৪ মার্চ ২০২৪
নির্বিচারে শীতলক্ষ্যা নদীর পাড়ের গাছ কাটার প্রতিবাদে শীতলক্ষ্যা পাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসীর উদ্যোগে গাছের জন্য ইন্সটলেশন ও পারফর্ম আর্ট অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪ টায় শহরের ৩নম্বর ঘাট সংলগ্ন কাটা বটগাছের সামনে পারফর্ম করে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিল্পীরা।
আন্দোলনের সমন্বয়কারী কবি আরিফ বুলবুল বলেন, গত একুশে ফেব্রুয়ারির পর থেকে আমরা ৩নং ঘাটের গাছ রক্ষার জন্য ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে যাচ্ছি। আমরা ইতিমধ্যে প্রতিবাদী কর্মসূচির পাশাপাশি সংশ্লিষ্ট পাঁচটি দপ্তরে স্মারকলিপি দিয়েছি। সামনের দিনেও আমাদের কর্মসূচি চলমান থাকবে। আমাদের বক্তব্য খুব স্পষ্ট। অবিলম্বে গাছ কাটার এই উদ্যোগ থেকে কর্তৃপক্ষকে সরে আসতে হবে। প্রকল্পের পরিকল্পনা সংশোধন করতে হবে। যে গাছগুলো ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে তার ক্ষতিপূরণ বাবদ নতুন চারাগাছ রোপণ করতে হবে। নয়তো আমরা আগামীতে বৃহত্তর কর্মসূচির দিকে যাবো।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়কারী কবি আরিফ বুলবুল, সদস্য সচিব শুভ দেব, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, আলোকচিত্র শিল্পী জয় কে রায় চৌধুরী, সংস্কৃতি কর্মী রঞ্জিত কর্মকার, সাংবাদিক আফজাল হোসেন পন্টি, হাসান উল রাকিব, খেলাঘরের সংগঠক ফারুক মহসিন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সভাপতি ফারহানা মুনা, প্রতিবেশ আন্দোলন জেলার সংগঠক রায়হান জামান, চারুকলার শিক্ষার্থী সজিব ঘোষ।
কবিতা আবৃতি করেন কবি আহমেদ বাবলু, শুক্কুর মাহমুদ জুয়েল, জহিরুল ইসলাম মিন্টু।