image

সাভারে তেলের লরি উল্টে আগুনে পুড়ল ৫ গাড়ি, নিহত ১

প্রতিনিধি, সাভার

রাজধানীর সাভারের জোরপুল এলাকায় একটি তেলের লরির সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে ওই ওই দুইটি যানসহ মোট পাঁচটি গাড়িতে আগুন লেগে গেছে।

এ ঘটনায় একজন নিহত ও তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (০২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে হেমায়েতপুরের জোরপুল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এর পরে ওই রুটে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

খবর পেয়ে এদিন সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সাভার ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট, হেমায়েতপুর ট্যানারি শিল্প এলাকার দুইটি ইউনিট ও রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়।

সাভার ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আসাদ জানান, সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় পাঁচটি গাড়ির আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ তিনজনকে ফায়ার সার্ভিসের গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মাহবুবুর রহমান জানান, সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর পর সকাল ৮টার দিকে এই রুটে যান চলাচল স্বাভাবিক হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান জানান, এ ঘটনায় একটি মামলা হবে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» ‘বোমা বানানোর সময়’ নিহত ২, ঘটনাস্থলে বোমা বিশেষজ্ঞ দল, আটক ৩

» মাদ্রাসা শিক্ষক-কর্মচারী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

» পলাশে শত বাহারি পিঠা উৎসব

সম্প্রতি