গাজীপুরের টঙ্গীতে কারখানার এসি বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। এর মধ্যে গুরুতর তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাগাড় মিরাশপাড়া এলাকার নিহারিকা নামে একটি কারখানায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- রবিন (১৮), সোহাগ (৩৬), আলমগীর (৩৪) ও মো. রফিক (৩২)।
জানা যায়, ইফতারির পর কারখানার ছাদে এসি মেরামত করছিলেন তারা। এ সময় এসিতে গ্যাস ভরার সময় বিস্ফোরণ হয়। এতে তারা দগ্ধ হন। পরে কারখানার অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। রবিন, সোহাগ ও আলমগীরের অবস্থা আশঙ্কাজনক দেখে ঢামেকে পাঠান কর্তব্যরত ডাক্তার।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আব্দুর শহীদ জানান, তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাই তাদের ঢামেকে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।
টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেননি। তবে খোঁজ নিয়ে দেখছি।
সারাদেশ: মানিকগঞ্জে ‘জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত
সারাদেশ: মহেশপুরের ‘মমরেজ মোড়’ এখন জনপ্রিয়
সারাদেশ: ভোটের কথা- যা ভাবছেন যৌনকর্মীরা