ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী নিতে পারছে না ভারত। ওপারের আগরতলা স্থলবন্দরে সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় মঙ্গলবার সকাল সোয়া আটটা থেকে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় বিমানের টিকিটধারী যাত্রীদেরকে ভারতে প্রবেশের সুযোগ করে দেওয়া হচ্ছে। এ অবস্থায় আখাউড়া স্থলবন্দরে ১০০ এর মতো যাত্রী আটকা পড়েছে।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক দেওয়ান মোরশেদুল হক জানান, সকালে ১২ জন যাত্রী ভারতে প্রবেশ করার পর আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রী পারাপার স্থগিত করতে বলে। বিএসএফের মাধ্যমে আমাদেরকে জানায়- যেন আর যাত্রী না পাঠানো হয়।
সেখানকার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে তিনি জানান, হঠাৎ করেই আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটি দেখা দেয়। ত্রুটি সারানোর জন্য কারিগরি টিমকে খবর দেয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে কতক্ষণ নাগাদ যাত্রী পারাপার স্বাভাবিক হবে- সে সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে বিশেষ ব্যবস্থায় যাদের বিমানের টিকিট আছে অর্থাৎ খুব কম সময় আছে বিমানের উঠার তাদেরকে পাঠানোর জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, স্থলপথে উত্তরপূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। প্রতিদিন এ বন্দর দিয়ে ৭-৮০০ যাত্রী পারাপার হয়ে থাকেন। গত মাসে আখাউড়া স্থলবন্দরের সার্ভারে ত্রুটি দেখা দিলে যাত্রী পারাপার বন্ধ থাকে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী নিতে পারছে না ভারত। ওপারের আগরতলা স্থলবন্দরে সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় মঙ্গলবার সকাল সোয়া আটটা থেকে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় বিমানের টিকিটধারী যাত্রীদেরকে ভারতে প্রবেশের সুযোগ করে দেওয়া হচ্ছে। এ অবস্থায় আখাউড়া স্থলবন্দরে ১০০ এর মতো যাত্রী আটকা পড়েছে।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক দেওয়ান মোরশেদুল হক জানান, সকালে ১২ জন যাত্রী ভারতে প্রবেশ করার পর আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রী পারাপার স্থগিত করতে বলে। বিএসএফের মাধ্যমে আমাদেরকে জানায়- যেন আর যাত্রী না পাঠানো হয়।
সেখানকার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে তিনি জানান, হঠাৎ করেই আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটি দেখা দেয়। ত্রুটি সারানোর জন্য কারিগরি টিমকে খবর দেয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে কতক্ষণ নাগাদ যাত্রী পারাপার স্বাভাবিক হবে- সে সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে বিশেষ ব্যবস্থায় যাদের বিমানের টিকিট আছে অর্থাৎ খুব কম সময় আছে বিমানের উঠার তাদেরকে পাঠানোর জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, স্থলপথে উত্তরপূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। প্রতিদিন এ বন্দর দিয়ে ৭-৮০০ যাত্রী পারাপার হয়ে থাকেন। গত মাসে আখাউড়া স্থলবন্দরের সার্ভারে ত্রুটি দেখা দিলে যাত্রী পারাপার বন্ধ থাকে।