image

আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটি, আখাউড়া দিয়ে যাত্রী নিতে পারছে না ভারত

মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী নিতে পারছে না ভারত। ওপারের আগরতলা স্থলবন্দরে সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় মঙ্গলবার সকাল সোয়া আটটা থেকে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় বিমানের টিকিটধারী যাত্রীদেরকে ভারতে প্রবেশের সুযোগ করে দেওয়া হচ্ছে। এ অবস্থায় আখাউড়া স্থলবন্দরে ১০০ এর মতো যাত্রী আটকা পড়েছে।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক দেওয়ান মোরশেদুল হক জানান, সকালে ১২ জন যাত্রী ভারতে প্রবেশ করার পর আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রী পারাপার স্থগিত করতে বলে। বিএসএফের মাধ্যমে আমাদেরকে জানায়- যেন আর যাত্রী না পাঠানো হয়।

সেখানকার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে তিনি জানান, হঠাৎ করেই আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটি দেখা দেয়। ত্রুটি সারানোর জন্য কারিগরি টিমকে খবর দেয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে কতক্ষণ নাগাদ যাত্রী পারাপার স্বাভাবিক হবে- সে সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে বিশেষ ব্যবস্থায় যাদের বিমানের টিকিট আছে অর্থাৎ খুব কম সময় আছে বিমানের উঠার তাদেরকে পাঠানোর জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, স্থলপথে উত্তরপূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। প্রতিদিন এ বন্দর দিয়ে ৭-৮০০ যাত্রী পারাপার হয়ে থাকেন। গত মাসে আখাউড়া স্থলবন্দরের সার্ভারে ত্রুটি দেখা দিলে যাত্রী পারাপার বন্ধ থাকে।

‘সারাদেশ’ : আরও খবর

» সিলেটে চোরাই হওয়া ৪২২টি মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৪

» মহেশখালীতে যৌথ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

» চৌগাছায় নিখোঁজ পুলিশ সদস্যের অর্ধগলিত লাশ পঞ্চগড় থেকে উদ্ধার

» হাদি হত্যা: ঝিনাইদহে আওয়ামী লীগের ২ নেতার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

» জমি-জমার বিরোধসহ তিন-চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছে পুলিশ

» শওকত মাহমুদ রিমান্ড শেষে কারাগারে

» হাদি হত্যার প্রতিবাদে জামালপুরে রেলপথ ও সড়ক অবরোধ

সম্প্রতি