ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী নিতে পারছে না ভারত। ওপারের আগরতলা স্থলবন্দরে সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় মঙ্গলবার সকাল সোয়া আটটা থেকে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় বিমানের টিকিটধারী যাত্রীদেরকে ভারতে প্রবেশের সুযোগ করে দেওয়া হচ্ছে। এ অবস্থায় আখাউড়া স্থলবন্দরে ১০০ এর মতো যাত্রী আটকা পড়েছে।
ভারতের আগরতলা স্থলবন্দরে সার্ভারের ত্রুটির কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে।
স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক দেওয়ান মোরশেদুল হক জানান, সকালে ১২ জন যাত্রী ভারতে প্রবেশ করার পর আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রী পারাপার স্থগিত করতে বলে। বিএসএফের মাধ্যমে আমাদেরকে জানায়- যেন আর যাত্রী না পাঠানো হয়। পরে কারিগরি টিম এসে কাজ করার পর দুপুর সোয় ১২টা থেকে যাত্রী পারাপার শুরু হয়েছে।
এর আগে সার্ভার জটিলতায় আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টা থেকে হঠাৎ করেই যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। এর ফলে বন্দরের ইমিগ্রেশনে শতাধিক যাত্রীকে ভারতে প্রবেশের অপেক্ষায় দীর্ঘক্ষণ আটকা থাকতে হয়েছে।
আরও পড়ুন: আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটি, আখাউড়া দিয়ে যাত্রী নিতে পারছে না ভারত
অর্থ-বাণিজ্য: নির্বাচনের প্রার্থীদের জন্য শনিবার সব ব্যাংক খোলা থাকবে