বান্দরবানে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালিত রুমা, রোয়াংছড়ি ও থানচি এলাকায় পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করছে বান্দরবান জেলা প্রশাসন।
শুক্রবার (১২ এপ্রিল) সাড়ে তিনটায় বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জেলার যে সব এলাকায় যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান চলমান থাকবে বা চলবে ওই এলাকার সকল পর্যটন স্পট গুলোতে সকল প্রকার পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।
জানা যায়, রুমা-রোয়াংছড়ি ও থানচি এলাকার সকল হোটেল মালিকদেরকে কোন পর্যটক বা ভ্রমণ কারীদের হোটেল রুম ভাড়া, স্থানীয় চালকেরা কোন পর্যটকে যৌথ অভিযান পরিচালিত এলাকার কাছাকাছি পর্যটন স্পটে না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে।
উল্লেখ্য, আগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র-টাকা লুটের ঘটনায় যৌথ অভিযানে আটক ৫৮ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
অর্থ-বাণিজ্য: চরম গ্যাস সংকটে বৈদ্যুতিক চুলার চাহিদা বেড়েছে
অর্থ-বাণিজ্য: বিমানের পরিচালক হলেন খলিলুর, তৈয়ব ও ইসি সচিব
অর্থ-বাণিজ্য: দেশের ইতিহাসে স্বর্ণের দামে নতুন রেকর্ড
অর্থ-বাণিজ্য: পাঁচ মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে ৯৪০ কোটি ডলার
অর্থ-বাণিজ্য: বিএইচবিএফসির খেলাপি ঋণ কমে ৩.৪৫%