image

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনায় রেললাইনের পাশ থেকে দিলীপ কুমার হালদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

এ সময় মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেলও পাওয়া গেছে। গত মঙ্গলবার সকালে দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনের কাছে রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দিলীপ কুমার হালদার মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের কার্তিক হালদারের ছেলে।

এ বিষয়ে র্শনা রেলওয়ে পুলিশের এসআই আতাউর রহমান জানান, গত মঙ্গলবার সকালে খবর পেয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া গেছে।

আগেরদিন রাত ১টার দিকে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি