image

প্রেমিকার ওপর অভিমান প্রেমিকের আত্মহত্যা

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরার মুন্সীগঞ্জে প্রেমিকার ওপর অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন প্রদীপ কুমার নামের এক তরুণ। স্ট্যাটাসে মৃত্যুর জন্য প্রেমিকা এবং তার পরিবারকেও দায়ী করেন ওই যুবক। বুধবার ভোর ৫টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত প্রদীপ কুমার মুন্সীগঞ্জ ইউনিয়নের জেলেখালী এলাকার বাসিন্দা। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মুন্সীগঞ্জ ইউনিয়নের সভাপতির ছিলেন। আত্মহত্যার আগে ফেসবুকে স্ট্যাটাসের একটি অংশে প্রদীপ কুমার লেখেন ‘বিদায় পাখি তুমি যে এই ভাবে আমার সঙ্গে বেঈমানি করবে আমি কখনো বুঝিনি। আর কখনোই তোমাকে বিরক্ত করব না কিন্তু একটা কথা বলব পাখি আমাকে যে ভাবে ঠকালে এইভাবে অন্য কোনো মায়ের কোল খালি করো না’

এ সময় তার মৃত্যুর জন্য প্রেমিকা এবং তার পরিবারকে দায়ী করেন প্রদীপ। আত্মহত্যার আগে ফেসবুক স্ট্যাটাসে প্রেমিকার সঙ্গে ভিডিও কলের কিছু মুহূর্ত ও ছবিও পোস্ট করেন তিনি।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

‘সারাদেশ’ : আরও খবর

» খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের নেতা মোতালেব শিকদারকে গুলি

সম্প্রতি