পটুয়াখালীর মির্জাগঞ্জে ধান খেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
গত বুধবার দুপুরে উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নাসির হাওলাদার (৩৬)। সে ওই গ্রামের মৃত মুনসুর আলী হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন মাইক্রো ও অটোচালক ছিলেন এবং পাশাপাশি কৃষিকাজও করতেন।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, ঘটনাটি শুনে আমরা খোঁজখবর নিয়েছি। তিনি মটরে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তাই স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা