দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি রেলস্টেশন এলাকা থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় হিলি স্টেশন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বিকেল ৫টায় হিলি স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নীলসাগর ট্রেনের সঙ্গে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসের ক্রসিংয়ের সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, নিহতের দুই পা থেতলে গেছে। ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছেন। তবে এখনো পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি।
অপরাধ ও দুর্নীতি: দেলদুয়ারে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড
সারাদেশ: গোবিন্দগঞ্জে বাস উল্টে আহত ১৫
ক্যাম্পাস: রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজনীতি: হ্যাঁ ভোট দেয়ার আহবান তারেক রহমানের